Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কী চলছে ইতালিয়ান সিরি আ’তে?


১৭ ফেব্রুয়ারি ২০২০ ১৪:০১ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২০ ১৫:০১

জমজমাট হয়ে উঠেছে ইতালিয়ান সিরি আ’র শিরোপার লড়াই। কোনো দলই যেন শীর্ষে থেকে স্বস্তির নি:শ্বাস ফেলতে পারছে না। শীর্ষে থাকা দলের ঘাড়েই নি:শ্বাস ফেলছে আর এক দল। বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাস শীর্ষে থাকলেও তাদের ছেড়ে কথা বলছে না শিরোপার দৌড়ে থাকা লাৎজিও এবং ইন্টার মিলান।

রোনালদোহীন জুভেন্টাসের ত্রাতার ভূমিকা পালন করেছেন আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ড পাওলো দিবালা। ব্রেসিয়ার বিপক্ষে বিশ্রাম দেওয়া হয় ক্রিস্টিয়ানো রোনালদোকে। তবে জয় পেতে খুব বেশি বেগ পেতে হয়নি মাউরিজিও সারির দলকে। দিবালার ৩৮ মিনিটের ফ্রিকিক থেকে করা গোলে এগিয়ে যায় জুভেরা। এরপর ৭৫ মিনিটে দলের দ্বিতীয় গোল করেন হুয়ান কুয়াদ্রাদো। আর তাতেই নিশ্চিত হয় তুরিনের বুড়িদের শীর্ষস্থান।

বিজ্ঞাপন

তবে জুভেন্টাস যে জয় পাবে তা অনেকটা অনুমেয়ই ছিল। তাই তো নজর ছিল লাৎজিও আর ইন্টার মিলানের ম্যাচের দিকে। এই ম্যাচে মুখোমুখি সিরি আ’র ২য় এবং ৩য় স্থানে থাকা দুই দলের। ম্যাচে ইন্টার মিলান জয় পেলেই জুভেকে টপকে উঠে আসতো শীর্ষে। পয়েন্ট সমান হলেও রোনালদোদের থেকে গোল ব্যবধানে এগিয়ে থাকার কারণে শীর্ষে উঠে আসতো ইন্টার।

কিন্তু লাৎজিও ভাবনায় ছিল অন্য কিছু। তাই তো ম্যাচের শুরুতে পিছিয়ে পড়লেও ঘরের মাঠে শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নিয়েই সিরি আ’র দ্বিতীয় স্থান পোক্ত করেছে। ম্যাচের ৪৪তম মিনিটে অ্যাশলে ইয়ংয়ের গোলে এগিয়ে যায় ইন্টার। আর বিরতি থেকে ফিরে দ্বিতীয়ার্ধের ৫০তম মিনিটে চলতি মৌসুমে লিগে নিজের ২৬তম গোল করেন কাইরো ইম্মোবিল। এরপর ইন্টারের ওপর জেঁকে বসে স্বাগতিকরা। ৬৯ মিনিটে সার্জ মিলিঙ্কোভিচ স্যাভিচের গোলে ম্যাচে এগিয়ে যায় লাৎজিও। শেষ পর্যন্ত ২-১ গোলের ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।

বিজ্ঞাপন

আর এই জয়েই ইন্টারকে পেছনে ফেলে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে লাৎজিও। শীর্ষে থাকা জুভেন্টাস ২৪ ম্যাচে ১৮ জয়ে ৫৭ পয়েন্ট, লাৎজিও ১৭ জয়ে ৫৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আর সমান ম্যাচে ১৬ জয়ে ৫৪ পয়েন্ট নিয়ে তৃতীয় ইন্টার মিলান।

ইতালিয়ান সিরি আ ইন্টার মিলান জুভেন্টাস পয়েন্ট টেবিল লাৎজিও লিগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর