Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবশেষে ফিরছেন ধোনি


১৬ ফেব্রুয়ারি ২০২০ ১৫:৪৪ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২০ ১৫:৪৯

ভারতের ইতিহাসে অন্যতম সেরা অধিনায়ক এবং সফলতম অধিনায়ক হিসেবে নিজের জায়গা পোক্ত করে রেখেছেন মহেন্দ্র সিং ধোনি। টেস্ট ক্রিকেট থেকে অবসরের পর ওয়ানডে আর টি-টোয়েন্টিতেই মজে ছিলেন ধোনি। তবে শেষ বার তাকে ব্যাট আর গ্লাভস হাতে দেখা গিয়েছিল ইংল্যান্ড বিশ্বকাপে। ২০১৯ সালের ১০ জুলাই বিশ্বকাপের সেমি ফাইনালে নিউ জিউল্যান্ডের বিপক্ষের ম্যাচেই শেষবার আন্তর্জাতিক ম্যাচে খেলেছিলেন ধোনি। এরপর প্রায় ৮ মাস ক্রিকেট থেকে দূরে বিশ্রামে ছিলেন তিনি, তবে এবার বিশ্রাম শেষে ফিরছেন ব্যাট আর গ্লাভস হাতে।

বিজ্ঞাপন

বিশ্বকাপের সেমিফাইনালে নিউ জিল্যান্ডের কাছে ছিটকে যাওয়া ভারতের জার্সি পরে আর খেলেননি ধোনি। আর সেখান থেকেই ভারতীয় দলের সাবেক এই অধিনায়ককে ঘিরে কম জল্পনা কল্পনার সৃষ্টি হয়নি। প্রশ্ন উঠেছে তাকে ঘিরে। সমালোচনা করতে বাদ যাননি সুনীল গাভাস্কার থেকে শুরু করে সংবাদ মাধ্যমগুলোও। আবার সেই সঙ্গে বাদ পড়েছেন বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকেও।

তবে যাকে নিয়ে এত আলোচনা-সমালোচনা সেই মহেন্দ্র সিং ধোনি দিব্যি সময় কাটিয়েছেন বিশ্রামে। সংবাদ মাধ্যম কিংবা অন্য কারো কথার জবাব দেননি। কিংবা অবসরের ঘোষণাও দেননি তিনি।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সময়সূচী প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড-বিসিসিআই। এই সূচি অনুযায়ী আইপিএল-এর প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ২৯ মার্চ।

প্রথম ম্যাচে গেল আসরের চ্যাম্পিয়ন দল মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। এর আগেই ভারতীয় জাতীয় দলের কোচ রবি শাস্ত্রী জানিয়ে দিয়েছেন এ বারের আইপিএল ভারতীয় দলে ধোনির ভবিষ্যৎ নির্ধারন করে দেবে।

আইপিএল জুড়ে ভালো পারফর্ম করলেই কেবল ভারতীয় জাতীয় দলে আবারো ডাক পাবেন ধোনি। আর সেই সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলেও সুযোগ হতে পারে ধোনির। তবে শর্ত ওই একটাই, আইপিএল জুড়ে পারফর্ম করেই জাতীয় দলের জায়গা ছিনিয়ে নিতে হবে।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেটে ফিরছেন চেন্নাই সুপার কিংস মহেন্দ্র সিং ধোনি সিএসকে

বিজ্ঞাপন

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর