জিম্বাবুয়ে টেস্টে নেই রিয়াদ; ফিরেছেন মুশি-ফিজ, তাসকিন, মিরাজ
১৬ ফেব্রুয়ারি ২০২০ ১৪:৩২ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২০ ১৫:৩০
জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট সিরিজ সামনে রেখে সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। বাদ পড়েছেন অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ, রুবেল হোসেন, সৌম্য সরকার ও আল-আমিন হোসেন। আর ফিরেছেন মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও মেহেদী হাসান মিরাজ। নতুন ডাক পেয়েছেন ইয়াসির আলি চৌধুরি রাব্বি ও হাছান মাহমুদ।
জিম্বাবুয়ে টেস্ট বাংলাদেশের ১৬ সদস্যের স্কোয়াড: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, আবু জায়েদ চৌধুরী রাহী, এবাদত হোসেন, তাসকিন আহমেদ, মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও ইয়াসির আলি চৌধুরী রাব্বি।
বাংলাদেশের বিপক্ষে একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলতে গতকাল ঢাকায় এসে পৌঁছেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল।
ঢাকায় পৌঁছে দুই দিন অনুশীলন শেষে আগামী ১৮-১৯ ফেব্রুয়ারি বিকেএসপিতে একটি দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে।
প্রস্তুতি ম্যাচ শেষে ২২-২৬ ফেব্রুয়ারি মিরপুর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের একমাত্র টেস্টে অংশ নেবে দুই দল।
টেস্ট বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে মাহমুদুল্লাহ রিয়াদ মুশফিকুর রহিম