Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়ে সিরিজ শুরু করতে চান টেইলর


১৫ ফেব্রুয়ারি ২০২০ ১৯:৫৪ | আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২০ ২০:১৫

বাংলাদেশের বিপক্ষে একটি টেস্ট তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলতে ঢাকায় এসে পৌঁছেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। শনিবার (১৫ ফেব্রুয়ারি) এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বিকেল পৌনে পাঁচটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে রোডেশিয়ানরা।

এক মাস ব্যপ্তিকালের এই সিরিজের শুরুটা হবে দুই দিনের প্রস্তুতি ম্যাচ দিয়ে। যেখানে সফররত জিম্বাবুয়ে খেলবে বিশ্বকাপজয়ী টাইগার অনূর্ধ্ব-১৯ দলের ৬ ক্রিকেটার এবং ৫ জন বিকেএসপির ক্রিকেটারদের সমন্বয়ে গড়া দলের বিপক্ষে। এই প্রস্তুতি ম্যাচ জিতে সিরিজ শুরু করেত আশাবাদী রোডেশিয়ান দলপতি ব্রেন্ডন টেইলর।

বিজ্ঞাপন

‘হ্যাঁ গত বছর সিলেটে জিতেছিলাম।… আর বাংলাদেশের ব্যাপারে যেটা বলব পাকিস্তানের সঙ্গে হারার পর তারা শক্তভাবে ফিরে আসতে চাইবে।… আমরা আন্ডার নাইনটিনকে বিশ্ব চ্যাম্পিয়ন হতে দেখলাম। কাজেই তাদের গভীরতা আছে। তারা বেশ ভাল দল। আমাদের সেরাটা দিয়ে লড়তে হবে।’

বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

শ্রীলংকার বিপক্ষে দুর্দান্ত খেলে বাংলাদেশ সফরে এসে টেস্ট সিরিজ নিজেদের করে নিতে বেশ আত্মপ্রত্যয়ী টেইলর। গেল সিরিজের সাফল্য কাজে লাগিয়ে এই সিরিজেও সেটার প্রতিফলন দেখাতে চান তিনি। সেই সাথে রয়েছে পরিচিত উইকেট কন্ডিশন।

‘আমরা পুরোপুরি তৈরি। প্রথমত ভালো লাগছে আরও একবার বাংলাদেশে আসতে পেরে। এখানটাকে আমরা আমাদের দ্বিতীয় দেশ বলে থাকি। আমরা এখানকার কন্ডিশন জানি। দেশে আমরা দুটো ভালো টেস্ট খেলেছি শ্রীলঙ্কার বিপক্ষে। দুটোই পাঁচদিনে গেছে। অনেক ইতিবাচক ব্যাপার ছিল সেখানে। আশা করছি এই টেস্টেও তেমনটা দেখা যাবে।’

বিজ্ঞাপন

সিরিজের সূচি:

১৮-১৯ ফেব্রুয়ারি: দুই দিনের প্রস্তুতি ম্যাচ

২২-২৬ ফেব্রুয়ারি: একমাত্র টেস্ট, মিরপুর

০১ মার্চ: প্রথম ওয়ানডে (দিবা-রাত্রি), সিলেট

০৩ মার্চ: দ্বিতীয় ওয়ানডে (দিবা-রাত্রি), সিলেট

০৬ মার্চ: তৃতীয় ওয়ানডে (দিবা-রাত্রি), সিলেট

০৯ মার্চ: প্রথম টি-টোয়েন্টি (দিবা-রাত্রি), মিরপুর

১১ মার্চ: দ্বিতীয় টি-টোয়েন্টি (দিবা-রাত্রি), মিরপুর

১৫ সদস্যের জিম্বাবুয়ে দল: সিকান্দার রাজা, রেগিস চাকাবা, ক্রেইগ আরভিন, কেভিন কাসুজা, তিমিসেন মারুমা, প্রিন্স মাসভাউরি, ক্রিস্টোফার এমপফু, ব্রিয়ান মুদজিনগানিয়ামা, কার্ল মুম্বা, তিনোতেন্দা মুতোম্বোজি, আইনসলে এনদোভু, ভিক্টর নায়ুচি, ব্রেন্ডান টেলর, ডোনাল্ড ত্রিপানো ও চার্লটন টিসুমা।

টপ নিউজ বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর