Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উয়েফা চ্যাম্পিয়নস লিগের পরবর্তী দুই মৌসুমে নিষিদ্ধ ম্যানসিটি


১৫ ফেব্রুয়ারি ২০২০ ০১:১৫ | আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২০ ১১:১৫

ইউরোপ ক্লাব সেরাদের আসর উয়েফা চ্যাম্পিয়নস লিগ থেকে পরবর্তী দুই মৌসুমের জন্য নিষিদ্ধ করা হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিকে। আর্থিক অনিয়মের অভিযোগে ক্লাবটিকে এই আসর থেকে নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছে ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল এসোসিয়েশন (উয়েফা)। একই সঙ্গে ৩ কোটি ইউরো জরিমানাও করা হয়েছে ক্লাবটিকে।

উয়েফা জানায়, দুইটি ধারা ভঙ্গের কারণে নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত। ক্লাবটি আর্থিক স্বচ্ছতার ধারা ভেঙেছে। একই সঙ্গে ইউরোপিয়ান লিগের (উয়েফা) গর্ভনিং বডির প্রতি অনাস্থা জ্ঞাপন করেছে তারা।

বিজ্ঞাপন

উয়েফা তাদের তদন্ত প্রতিবেদনে বলেছে, ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত ম্যানসিটি উয়েফার আর্থিক স্বচ্ছতার ধারা ভেঙেছে। তারা ক্লাবের আয়ের ঠিকঠাক হিসেব দেয়নি। তবে ২০১৮ সালের ডিসেম্বরে উয়েফার প্রধান তদন্ত কর্মকর্তা অনুসন্ধানের কাজ শুরুর আগেই ম্যানসিটিকে ‘দোষী’ বলে উল্লেখ করেন। এজন্য ম্যানসিটি শাস্তি পাবে বলেও জানান তিনি। ম্যানসিটি তাই মনে করছে সঠিক তদন্ত ছাড়াই পূর্বপরিকল্পনা থেকে তাদের শাস্তি দেওয়া হচ্ছে।

উয়েফার যে আর্থিক নীতি, সেটি মূলত ফিনান্সিয়্যাল ফেয়ার প্লে বা এফএফপি নামেই পরিচিত। ২০১১ সাল থেকে এই নীতি চালু হয়েছে। দলবদলের বাজারে কোনো দল যেন অতিরিক্ত অর্থ খরচ করতে না পারে সেটা দেখভাল করাই এ নীতির উদ্দেশ্য।

তবে এই দুই বছরের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপীল করার সুযোগ থাকছে ম্যানচেস্টার সিটির। উয়েফার এমন সিদ্ধান্তে বিস্মিত হয়নি বলে জানিয়েছে ক্লাবটি।

নিজেদের ওয়েবসাইট ও টুইটারে দেওয়া এক বিবৃতিতে ম্যানচেস্টার সিটি ক্লাব কর্তৃপক্ষ জানায়, ক্লাব সবসময়ই একটি স্বাধীন গর্ভনিং কমিটির কথা বলে আসছে। যারা অকাট্য প্রমাণের ভিত্তিতে ক্লাব যে অবস্থান নিয়েছে পক্ষপাত না করে সেটি বিবেচনা করে দেখেবে।

বিজ্ঞাপন

ইংলিশ প্রিমিয়ার লিগের এই দলটি বিবৃতিতে বলেছে, বিষয়টি খুব সহজ। উয়েফা ক্লাবের বিরুদ্ধে মামলা করেছে। তারাই মামলা চালিয়েছে। বিচারও করেছে তারা। ক্লাব যতদ্রুত সম্ভব একটি স্বাধীন বিচারের দাবি জানাচ্ছে।

উল্লেখ্য, পেপ গার্দিওলার অধীনে থেকে টানা দুই মৌসুম ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে ম্যানচেস্টার সিটি। ঘরে তুলেছে ইংল্যান্ডের অন্যান্য টুর্নামেন্টের শিরোপাও। কিন্তু অধরা থেকে যায় তাদের চ্যাম্পিয়ন লিগ শিরোপা জেতার স্বপ্ন। এবার লিগে লিভারপুলের চাইতে পয়েন্টে পিছিয়ে থাকলেও গার্দিওলা জোর দিচ্ছেন বেশি সেই অধরা স্বপ্ন পূরণ করতে। কিন্তু এর মধ্যেই এই নিষেধাজ্ঞার খবর নিশ্চিতভাবেই বিমর্ষ করে তুলবে ক্লাবটির সমর্থকদের।

উয়েফা চ্যাম্পিয়নস লীগ ম্যানচেস্টার সিটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর