Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জন্মস্থানে যুব বিশ্বকাপ জয়ী ক্রিকেটার শাহীনকে বীরের সংবর্ধনা


১৪ ফেব্রুয়ারি ২০২০ ১৮:৫০ | আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২০ ১৯:০১

কুড়িগ্রাম: জন্মস্থান কুড়িগ্রামে ফিরে যুব বিশ্বকাপ জয়ী ক্রিকেটার শাহীন আলম পেয়েছেন বীরের সংবর্ধনা। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা থেকে কুড়িগ্রামে এলে হাজারো ক্রিকেট ভক্ত ও সমর্থকরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।

এ সময় জেলা ক্রীড়া সংস্থাসহ জেলার বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়। পরে স্বাধীনতার বিজয়স্তম্ভে ফুল দিয়ে বীর যোদ্ধাদের শ্রদ্ধা জানান শাহীন এরপর তাকে নিয়ে সমর্থকরা খোলা গাড়িতে নিয়ে শহর ঘুরে বেড়ান। এসময় রাস্তার পাশে দাঁড়িয়ে অসংখ্য মানুষ তাকে শুভেচ্ছা জানান।

বিজ্ঞাপন

পরে মোটরসাইকেল শোভাযাত্রাসহ তাকে নিজ বাড়ি উলিপুর উপজেলার যমুনা পাইকপাড়া গ্রামে নিয়ে যাওয়া হয়। এ সময় গ্রামবাসীরাও তাকে একনজর দেখতে চলে আসেন।


বিশ্বকাপজয়ী ক্রিকেটার শাহীন আলম উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের যমুনা পাইকপাড়া গ্রামের দিনমজুর শাহাদত হোসেনের ছেলে। তিন ভাইবোনের মধ্যে শাহীন আলম ছোট। মা সাতিনা বেগম একজন গৃহিনী। মাত্র দুই শতক জমির ওপর তাদের বাড়ি।

ক্রিকেটার শাহীন আলম বলেন, ‘বিশ্বকাপ জয়ী ক্রিকেট দলের সদস্য হয়ে নিজেকে গর্বিত মনে করছি। আমরা বিশ্বকাপ জয় করে বাংলাদেশে আসার পর প্রধানমন্ত্রীসহ দেশের মানুষ আমাদেরকে যে সংবর্ধনা দিয়েছেন, এটা ভোলার মতো নয়। এলাকাবাসীসহ দেশের মানুষের কাছে দোয়া চাই আগামীতে যেন আরও ভালো কিছু করতে পারি।’

এসময় উপস্থিত ছিলেন- জালাল উদ্দিন লাইজু, মানবিক কুড়িগ্রামের সভাপতি ফিরোজ আহমেদ, ক্রীড়া সংগঠক মামুনুর রশিদ, সাংবাদিক ইউসুফ আলমগীরসহ ক্রীড়ামোদিরা।

যুব বিশ্বকাপ ২০২০ শাহীন আলম সংবর্ধনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর