Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোহলিদের অজান্তেই লোগো পরিবর্তন ব্যাঙ্গালোরের


১৪ ফেব্রুয়ারি ২০২০ ১৪:১৮ | আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২০ ১৪:২৪

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (আরসিবি) ফ্র্যাঞ্চাইজি ২০২০ সালের আসরকে সামনে রেখে দলের লোগো পরিবর্তন করেছেন। তবে মজার ব্যাপার হল দলটির লোগো পরিবর্তনের বিষয়টি জানেন না খোদ দলটির অধিনায়ক বিরাট কোহলি।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) নতুন দশকের প্রথম ভালবাসা দিবসে নিজেদের নতুন লোগো প্রকাশ করেছে আরসিবি। টুইটারের শিরোনামে তারা লিখে, ‘এটাই চমক। যার জন্য আপনারা অপেক্ষায় ছিলেন। নতুন দশক, নতুন আরসিবি, নতুন লোগো!’

বিজ্ঞাপন

তবে নতুন এই লোগো সম্পর্কে কিছুই জানেন না আরসিবি দলপতি বিরাট কোহলি। যদিও আগের লোগো সরিয়ে ফেলার বিষয়টি চোখ এড়ায়নি তাঁর। টুইটারে কোহলি লিখেন, ‘পোস্ট সরিয়ে নেয়া হয়েছে, অথচ অধিনায়ককে জানানো হয়নি! প্রিয় আরসিবি, তোমাদের যদি কোনো সাহায্যের প্রয়োজন হয়, তাহলে জানিয়ো।’

জবাবে আরসিবি লিখে, ‘সব ঠিকঠাক আছে অধিনায়ক। সবগুলো সুন্দর ইনিংসই শূন্য থেকে শুরু হয়। আমরাও সেখান থেকে শুরু করছি’। একইসাথে ‘নতুন দশকে নতুন আরসিবি’ লিখে হ্যাশট্যাগ দেয় তারা। আর এই হ্যাশট্যাগটাই শুক্রবার নতুন লোগোর শিরোনামে ব্যবহার করলো তাঁরা।

লোগো সরিয়ে নেয়ার ঘটনায় অবাক হয়েছিলেন ব্যাঙ্গালোরের লেগস্পিনার যুবেন্দ্র চাহালও। তিনি লিখেন, ‘এ কেমন গুগলি আরসিবি? তোমাদের প্রোফাইলে ছবি এবং ইন্সটাগ্রামের পোস্ট কোথায়?’

মূলত দর্শকদের দাবীর কথা মাথায় রেখে এমন সিদ্ধান্ত নিয়েছে আরসিবি কতৃপক্ষ।

আইপিএল ২০২০

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর