Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিয়ের পিঁড়িতে বসছেন সৌম্য


১৩ ফেব্রুয়ারি ২০২০ ১৬:৩৪ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২০ ২২:২৭

বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টপ অর্ডার ব্যাটসম্যান সৌম্য সরকার। সবকিছু ঠিক থাকলে আগামী ২৮ ফেব্রুয়ারি কনের সঙ্গে মালাবদল করবেন।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সৌম্য নিজেই খবরটি নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, ‘২৮ তারিখ আমার বিয়ের লগ্ন ঠিক হয়েছে। কনের নাম এখনই বলতে চাই না। দুই-তিন দিনের মধ্যেই বিয়ের কার্ড নিয়ে বিসিবিতে এসে আপনাদের সামনে হাজির হবো। তখনই বিস্তারিত জানতে পারবেন।’

জানা গেছে প্রণয় নয়, পরিবারের সম্মতিতেই বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন তিনি।

বিয়ের জন্য বিসিবি থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটি নিয়েছেন সৌম্য। ফলে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে অনুষ্ঠিতব্য একমাত্র টেস্ট ম্যাচে খেলতে পারছেন না তিনি। কেননা মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি গড়াবে ২২ থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত।

সৌম্য সরকার

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর