Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শনিবার বিকেলে আসছে জিম্বাবুয়ে


১৩ ফেব্রুয়ারি ২০২০ ১৫:৫৩ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২০ ১৫:৫৭

বাংলাদেশের বিপক্ষে একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলতে শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকায় আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বিকাল পাঁচটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের অবতরণের কথা রয়েছে তাদের।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি সূত্র খবরটি নিশ্চিত করেছে।

শনিবার ঢাকায় পৌঁছে দুই দিন বিশ্রাম শেষে ১৮-১৯ ফেব্রুয়ারি একটি দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারী জিম্বাবুয়ে।

প্রস্তুতি ম্যাচ শেষে ২২-২৬ ফেব্রুয়ারি মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের একমাত্র টেস্ট খেলতে মাঠে নামবে দুই দল।

টেস্ট ম্যাচ শেষে শুরু হবে তিন ম্যাচ সিরিজের ওয়ানডে। প্রথম ম্যাচটি গড়াবে ১ মার্চ, দ্বিতীয়টি ৩ মার্চ, এবং তৃতীয় ও শেষটি ৬ মার্চ অনুষ্ঠিত হবে। প্রতিটি ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

ওয়ানডে শেষে সিরিজ ফিরবে ঢাকায়। ৯ মার্চ মিরপুর শের-ই-বাংলায় অনুষ্ঠিত হবে প্রথম টি-টোয়েন্টি আর দ্বিতীয় ও শেষটি ১১ মার্চ।

সিরিজ শেষে ১২ মার্চ দেশে ফিরবে জিম্বাবুয়ে।

এদিকে সিরিজটি সামনে রেখে রেখে শীঘ্রই স্কোয়াড ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি।

টপ নিউজ বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর