বিসিবি’তে কেক কেটে সংবর্ধনা বিশ্বজয়ীদের
১২ ফেব্রুয়ারি ২০২০ ১৮:০৪ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২০ ২০:২৬
রোববার (৯ ফেব্রুয়ারি) ইতিহাস গড়ে বিশ্বকাপ জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সব আনুষ্ঠানিকতা শেষে স্বপ্নের বিশ্বকাপ ট্রফি হাতে দেশের মাটিতে পা রাখল অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপজয়ী বাংলাদেশ দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দেওয়া তথ্যমতে, বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ৫৫ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে লাল সবুজের ক্রিকেটে সোনালি সাফল্য বয়ে আনা ক্ষুদে টাইগাররা। এরপর টাইগারদের নিয়ে যাওয়া হয় মিরপুর হোম অব ক্রিকেটে।
বিমান থেকে অবতরণের আকবর আলীদের নিয়ে যাওয়া হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। হোম অব ক্রিকেটে কেক কেটে উদযাপন করা হবে বিশ্বজয়। এরপর আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। আয়োজন শেষে যতদ্রুত সম্ভব তাদের পরিবারের কাছে পাঠানোর ব্যবস্থা করবে লাল সবুজের ক্রিকেটের সর্বোচ্চ প্রশাসন বিসিবি।