বিশ্বকাপ নিয়ে দেশের মাটিতে টাইগাররা
১২ ফেব্রুয়ারি ২০২০ ১৭:০৪ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২০ ১৮:০৪
রোববার (৯ ফেব্রুয়ারি) ইতিহাস গড়ে বিশ্বকাপ জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সব আনুষ্ঠানিকতা শেষে স্বপ্নের বিশ্বকাপ ট্রফি হাতে দেশের মাটিতে পা রাখল অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপজয়ী বাংলাদেশ দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দেওয়া তথ্যমতে, বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ৫৫ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে লাল সবুজের ক্রিকেটে সোনালি সাফল্য বয়ে আনা ক্ষুদে টাইগাররা।
বিমান থেকে অবতরণের পর সেখানেই তাদের জন্য অল্প পরিসরে সংবর্ধনার ব্যবস্থা রেখেছে বিসিবি। সেখান থেকে আকবর আলীদের নিয়ে যাওয়া হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। সেখানেও তাদের জন্য সামান্য আয়োজনের ব্যবস্থা রাখা হয়েছে। আয়োজন শেষে যতদ্রুত সম্ভব তাদের পরিবারের কাছে পাঠানোর ব্যবস্থা করবে লাল সবুজের ক্রিকেটের সর্বোচ্চ প্রশাসন বিসিবি।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে বিসিবিতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সে কথাই জানিয়েছিলেন সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন।
‘আপনারা জানেন যে অনূর্ধ্ব-১৯ দল বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে আসার কথা ছিল। এটা পরিবর্তন হয়ে এখন আগামীকাল বিকেল ৫ টার দিকে এসে পৌঁছাবে। তাই ওই ভাবেই পরিকল্পনা করা হচ্ছে যেহেতু অনেকদিন ধরে ছেলেগুলো দেশের বাইরে ছিল তো সবকিছু বিবেচনা করে আমরা যতটুকু সম্ভব স্বল্প সময়ের মধ্যে কিছু অ্যারেঞ্জমেন্ট রাখছি। বিমানবন্দরে অভ্যর্থনা জানিয়ে বোর্ডে নিয়ে আসার জন্য এবং যত তাড়াতাড়ি সম্ভব তাদের পরিবারের কাছে পাঠানো হবে।’
‘বিমানবন্দর থেকে তাদের বিসিবিতে আনা হবে এবং এখানে কিছু আয়োজন রাখা হয়েছে। এরপর তারা পরিবারের কাছে চলে যাবে। এখন যে শিডিউল তাতে তো তাদের সকালেই যাওয়ার কথা। যারা ঢাকাতে আছেন তারা তো কাল রাতেই চলে যাবেন।’
ক্রিকেট বিশ্বকাপ বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ বাংলাদেশে বিশ্বকাপ জয়ী