Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বড় ক্লাব আর ফুটবলারের কারণেই শিরোপা জয় গার্দিওলার


১২ ফেব্রুয়ারি ২০২০ ১৫:৩১

বার্সেলোনার হয়ে যখন ২০০৮ সালে প্রধান কোচের দায়িত্ব নেন পেপ গার্দিওলা তখন কিছুটা অবিশ্বাসের দেখা মিলেছিল। তবে সবার অবিশ্বাসকেই যেন শক্তিতে পরিণত করলেন গার্দিওলা। বার্সেলোনার ইতিহাসকে নতুন করে লিখলেন। আর সেই গার্দিওলাই বললেন কোচিং ক্যারিয়ারে বড় ক্লাব আর সেরা খেলোয়াড় পেয়েছেন বলেই তার এত সাফল্য।

বার্সেলোনার হয়ে ২০০৮ সালে দায়িত্ব গ্রহণ করার পর চারটি লা লিগার সঙ্গে ২টি চ্যাম্পিয়নস লিগও জয় করেছেন। আর সেই সঙ্গে ছিল ইতিহাস গড়া ট্রেবল আর এক মৌসুমে সম্ভাব্য ছয়টি শিরোপার সবকটিই। কাতালানদের ডাগ আউটে চার মৌসুমে জিতেছিলেন ১৪টি শিরোপা এবং সেই সঙ্গে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা দলও গড়েছিলেন নিজ হাতেই। তবুও গার্দিওলা বলছেন সেরা খেলোয়াড়দের পেয়েছিলেন বলেই সফল হয়েছেন তিনি।

বিজ্ঞাপন

সমর্থক থেকে শুরু করে ফুটবল বিশ্লেষকরা গার্দিওলাকে বিশ্বের সেরা কোচ হিসেবে ঘোষণা দিয়ে আসছেন। তবে সেই তকমাটা নিজের নয় বলেই জানিয়ে দিলেন এই স্প্যানিশ। গার্দিওলা বলেন, ‘আমার নিজের কাছে কখনও মনে হয়নি আমি বিশ্বের সেরা কোচ। আমি একজন ভালো কোচ তবে বিশ্বের সেরা নই। এমনকি যখন বার্সার হয়ে ছয়টি শিরোপা জিতেছিলাম তখনও আমার এটা মনে হয়নি।’

বার্সেলোনা ছেড়ে ২০১৩ সালে পাড়ি জমিয়েছিলেন বায়ার্ন মিউনিখে। সেখানে টানা তিন মৌসুমে জিতেছিলেন বুন্দেস লিগা। তবে একটিও চ্যাম্পিয়নস লিগ জয় করা হয়নি গার্দিওলার। ক্যারিয়ারের এত সাফল্যের পরেও জানিয়েছেন নিজের কোনো কৃতিত্ব নেই এই বিজয়ে। তিনি বলেন, ‘আমি এত শিরোপা জিতেছি কারণ আমি বড় ক্লাব আর সেরা খেলোয়াড়দের আমার দলে পেয়েছি। আমি ছাড়াও আরো অনেক কোচ আছে যাদের কাছে সেরা খেলোয়াড় নেই। আর তাই তো তারা এমন সফলতা পায় না।’

বিজ্ঞাপন

বায়ার্ন মিউনিখ ছেড়ে ২০১৬ সালে যখন ম্যানচেস্টার সিটিতে পাড়ি জমান। তখনও নিজেদের গড়ে তুলতে ব্যস্ত সিটিজেনরা। কাতার থেকে শেখ মনসুর বিলিয়ন ইউরো খরচ করেছেন সিটিজেনদের বিশ্বের সেরা দল হিসেবে গড়ে তুলতে। আর তাই তো সময়ের অন্যতম সেরা কোচ পেপ গার্দিওলাকে দলে ভেড়ায় তারা।

নিজেকে অন্যদের থেকে কিছুটা পিছিয়ে রাখা গার্দিওলা বলেন, ‘আমি একজন ভালো কোচ তবে সেরা নই। আমাকে ম্যানচেস্টার সিটি ছাড়া অন্য কোনো দল দিলে আমি কোনো শিরোপাই জিততে পারব না।’

পেপ গার্দিওলা বায়ার্ন মিউনিখ বার্সেলোনা ম্যানচেস্টার সিটি

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর