বিশ্বকাপ শব্দটাই অনেক ভারী: নান্নু
১১ ফেব্রুয়ারি ২০২০ ১৭:২৮ | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২০ ১৯:০১
বড়রা এতদিন যে কাজটি করে দেখাতে পারেননি ছোটরা ঠিক সেটাই করে দেখাল। প্রথমবারের মতো দেশকে এনে দিল বিশ্বকাপ শিরোপা। বাংলাদেশ ক্রিকেট তো বটেই এদেশের ক্রীড়াঙ্গনের ইতিহাসেও এটিই সবচেয়ে বড় সাফল্য। হোক না সেটা অনূর্ধ্ব-১৯ দল। জাতীয় ক্রিকেট দল যেখানে ২২ গজের বিশ্বযুদ্ধের সেমি ফাইনালের আঙিনায়ও পা রাখতে পারেনি সেখানে এই ক্ষুদে ক্রিকেটারদের হাতেই রচিত হয়েছে বিশ্বজয়ের গৌরব গাঁথা।
সোনালি এই সাফল্যে এখন ক্রিকেট বিশ্বে প্রশংসার জোয়ারে ভাসছেন আকবর আলীরা। ক্রিকেট বিশ্বের হেন নামি দামি ক্রিকেটার নেই যারা টাইগার যুবাদের নিয়ে দু’টি ভাল কথা বলেননি। এবার সেই দলে যোগ দিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও হালের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
সারাবাংলার সঙ্গে একান্তে আলাপকালে দেশের সাবেক এই নন্দিত ব্যাটসম্যান জানালেন, ‘বিশ্বকাপ সবসময়ই অন্যরকম একটি তাৎপর্য বহন করে। এবং বিশ্বকাপ শব্দটা এত ভারী যে সবার পক্ষে এর নিগুঢ় মর্ম অনুধাবন সম্ভবপর হয়ে উঠে না। সেটা ছোটদের হোক কিংবা বড়দের। বিশ্বকাপ বিশ্বকাপই!’
নান্নু আরও বলেন, ‘বিশ্বকাপ সবসময়ই অন্য রকম। বিশ্বকাপ শব্দটাই অনেক ভারী সেটা অ-১৯ হোক আর যে দলই হোক না কেন। ওরা বিশ্বকাপ আনতে পেরেছে এটা অনেক বড় গৌরবের ব্যাপার। আজ ওরা এনেছে আগামিতে ওদের দেখাদেখি অন্যরা আনবে। যেকোনো ক্রীড়া ক্ষেত্রে এই ট্রফিটা অনেক বড়। সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটা বড় আনন্দ কাজ করে যে বিশ্বকাপটা আমরা পেয়েছি।’
অ-১৯ বিশ্বকাপে গত পরশু বাংলাদেশের যে দলটি শিরোপা জিতল অতীতেও বয়সভিত্তিক ক্রিকেটে এদেশে এমন প্রতিভাবান ক্রিকেটারদের দেখা গিয়েছে। সেই গন্ডি পেরিয়ে অনেকেই নিজেকে কক্ষপথে রাখতে পেরেছেন। সাফল্যের সিঁড়ি ডিঙিয়ে আজ তারা জাতীয় দলের প্রতিনিধিত্ব করছেন। আবার অনেকেই হয়েছেন কক্ষচ্যুত। এতে করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও যারপরনাই ক্ষতির সম্মুখিন হয়েছে। জাতীয় দলে আজ কোয়ালিটি প্লেয়ার খুঁজতে এই নান্নুদেরই অতশী কাচের সহায়তা নিতে হয়।এমতাবস্থায় এই দলটিকে নিয়ে তাদের পরিকল্পনা কি? আকবর আলীরাও কি এনামুল হক বিজয়, পিনাক ঘোষ, নাইম হাসান কিংবা কাজী অনীকের মতো অঙ্কুরেই বিনষ্ট হয়ে যাবেন?
না! এবার আর তেমনটি হতে দিতে চাইছেন না টাইগার প্রধান নির্বাচক। কেননা ইতোমধ্যেই আকবর আলীদের নিয়ে বিবিধ পরিকল্পনা তারা হাতে নিয়েছেন। যা আগামিতে তাদের আরো পারঙ্গম হয়ে উঠার পথ সুগম করবে।
‘আমরা নির্বাচক প্যানেল এরই মধ্যে একটি প্রস্তাব দিয়েছি যে অ-২৩ দলের যে বিসিএল হয় এটারই আঙ্গিকে ওদের জন্য চার দিনের আয়োজন করা উচিত। যাতে করে ওদের পরিচর্যাটা ভাল হয়। লাল বলে যদি ওদের প্রতিষ্ঠিত করতে পারি তাহলে অটোম্যাটিক্যালি ওরা আমাদের ক্রিকেটে প্রতিষ্ঠিত হবে।’
এদিকে বিশ্বকাপজয়ী এই দলটির ভেতর থেকে চারজন ক্রিকেটার জাতীয় দলের নির্বাচক মন্ডলীর নজর কাড়তে সক্ষম হয়েছেন বলে জানালেন নান্নু। বিশেষ করে তাদের টেকনিকে নির্বাচকরা রীতিমত অভিভূত। সঙ্গত কারণেই তাদের নিয়ে ইতোমধ্যে মাস্টার প্ল্যানও করে রেখেছেন। কিন্তু এখনই খোলাসা করতে চাইলেন না মুশফিকদের নির্বাচক।
‘এখান থেকে কিছু খেলোয়াড়কে নজরে পড়েছে যাদের কৌশল ভাল। আকবর আলী, মাহমুদুল হাসান জয়, পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিম ওরা যথেষ্ট উচ্চ মানের। ওদের নিয়ে আমাদের বিশেষ পরিকল্পনাও আছে।’
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ টপ নিউজ প্রধান নির্বাচক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল বিশ্ব চ্যাম্পিয়ন মিনহাজুল আবেদিন নান্নু সাবেক অধিনায়ক