Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপ জয়ের আনন্দে বাকরুদ্ধ বিসিবি


১০ ফেব্রুয়ারি ২০২০ ১৩:৫৪ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২০ ১৪:১৪

গতকাল পচেফস্ট্রুমে ক্রিকেটীয় পরাশক্তি ভারতকে ৩ উইকেটে হারিয়ে প্রথম বিশ্বকাপ শিরোপা জয়ের আনন্দে মাতোয়ারা হয়েছিল বাংলাদেশ অ-১৯ দল। হবেই বা না কেন? যে দশ কোনোদিন ক্রিকেট বিশ্বকাপের কোনও পর্যায়র ফাইনালেই উঠতে পারেনি তারা কি না বিশ্বকাপ শিরোপা ঘরে তুলেছে। তাই তো আকবর আলীদের অমন বাঁধভাঙা উল্লাস।

ক্ষুদে টাইগারদের বিশ্বজয়ের সেই উল্লাসের ছটা এসে লেগেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও। লাল সবুজের ক্রিকেটের সর্বোচ্চ এই প্রশাসনের মিডিয়া কমিটির চেয়ার‌ম্যান জালাল ইউনুস জানালেন আনন্দে তারা ভাষা হারিয়ে ফেলেছেন।

বিজ্ঞাপন

সোমবার (১০ ফেব্রুয়ারি) বিসিবিতে সংবাদমাধ্যমকে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা জানান।

জালাল ইউনুস বলেন, ‘এটা তো ভাষায় বলা যাবে না। বিশ্বকাপ তো বিশ্বকাপই। জুনিয়র বিশ্বকাপ হোক সিনিয়র বিশ্বকাপ হোক। একটা বিশ্বকাপ জেতা অসম্ভব ব্যাপার। বিশ্ব পর্যায়ের একটা ট্রফি নিয়ে এসেছেন।’

জালাল ইউনুসের এমন প্রতিক্রিয়া জানানোর পেছনে কারণটিও যে সঙ্গত। অতীতেও লাল সবুজের দল ২২ গজের বিশ্বযুদ্ধে অবতীর্ণ হয়েছে কিন্তু শিরোপার দেখা পায়নি। এইতো মাত্র ২ বছর আগের কথা। ঘরের মাটিতে অ-১৯ বিশ্বকাপের সেমি ফাইনালে উঠেও ওয়েস্ট ইন্ডিজের কাছে শিরোপা খোয়াতে হয়েছিল স্বাগতিক মিরাজ-সাইফউদ্দিনদের।পারেননি সাকিব-তামিমরাও। তাই জালাল ইউনুসের এমন আনন্দের অতিশয্যা।

‘অতীতে আমরা অনেক কাছাকাছি গিয়েছি কিন্তু পারিনি। এই ভারতের সঙ্গেই কাছাকাছি গিয়েছিলাম। ২০১৬ তে আমাদের একটা সুযোগ ছিল সেখানে আমরা পারিনি। সেই জায়গায় ছেলেরা ট্রফিটা নিয়ে আসছে সেটা অসাধারণ। ভাষায় প্রকাশ করে বলা যাবে না।’

বিজ্ঞাপন

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে স্নায়ুক্ষয়ী ফাইনালে আকবর, ইমন, শরিফ, সাকিবদের চেষ্টার শিরোপা ভূয়সী প্রশংসা করেছেন এই মিডিয়া কমিটি চেয়ারম্যান।

‘একটা জিনিস ভালো লেগেছে তাদের যে চেষ্টাটা। যেভাবে দাপুটে জিতেছে সেটি দুর্দান্ত। তাদের শারিরীক ভাষাই বলছিল তাদের মধ্যে একটা জেদ কাজ করছে। এই জেদটা একটা ফ্যাক্টর ছিল।’

তিনি আরও বলেন, ‘স্কিল থাকতে পারে, টেকনিক থাকতে পারে। কিন্তু খেলোয়াড়দের মধ্যে জেদ, ফাইটার মনোভাব। খেলোয়াড়দের মধ্যে যে একটা ফাইটিং স্পিরিট দেখেছি তা অসাধারণ।’

প্রসঙ্গত রোববার (৯ ফেব্রুয়ারি) পচেফস্ট্রুমে অ-১৯ বিশ্বকাপ ফাইনালে বাংলাদেশের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে লাল সবুজের যুবাদের দাপুটে বোলিংয়ে ৪৭.২ ওভারে ১৭৭ রানে গুটিয়ে যায় ভারতের ইনিংস।

ঐতিহাসিক জয়ের জন্য ১৭৮ রানের লক্ষ্যে খেলতে নেমে অধিনায়ক আকবর আলীর অপরাজিত ৪৩, পারভেজ হোসেন ইমনের ৪৭ ও রকিবুল হোসেনের অপরাজিত ৯ রানে ৭ উইকেট হারিয়ে বৃষ্টি বিঘ্নিত ম্যাচটি নিজেদের করে নিয়ে বাধভাঙা উল্লাসে মেতে উঠে টাইগার যুবারা।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০২০ টপ নিউজ বাংলাদেশ অনূর্ধ্ব ১৯

বিজ্ঞাপন

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর