আবারো ইনিংস ব্যবধানে হারের লজ্জা টাইগারদের
১০ ফেব্রুয়ারি ২০২০ ১৪:৩৯ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২০ ১৪:৪৭
বাংলাদেশের ক্রিকেটে ছোটরা এনেছে বিশ্বকাপ। বড়রা অর্থাৎ জাতীয় দল রয়েছে পাকিস্তান সফরে। সেখান থেকে তাঁরা যদি কিছু না নিয়ে আসতে পারে তবে সেটি কেমন দেখায়? হ্যাঁ, তারা এনেছে ঠিকই তবে সুখকর কিছু নয়, এক রাশ হতাশা। টেস্ট ক্রিকেটে আবারও ইনিংস ব্যবধানে হারের ধারাবাহিকতা ধরে রেখেছে। পিন্ডি টেস্টে পাকিস্তানের বিপক্ষে মেনে নিয়েছে ইনিংস এবং ৪৪ রানের পরাজয়।
বিসিএলে সেঞ্চুরির ডালা সাজিয়েও পাকিস্তানের বোলারদের সামনে ৫ দিনও দাঁড়িয়ে থাকতে পারলো না! চতুর্থ দিনের প্রথম দেড় ঘণ্টার ভেতরেই তল্পিতল্পা গুছিয়ে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন মুমিনুল হক অ্যান্ড কোং।
পাকিস্তানের ২১২ রানের লিডের জবাবে ৮৬ রানে পিছিয়ে থেকে ৪র্থ দিন শুরু করে টাইগাররা। হাতে ছিল ৪ উইকেট। সেই ৪ উইকেট হাতে থাকা সত্ত্বেও দিন শুরুর দেড় ঘন্টার ভেতর পাকিস্তানের কাছে অসহায় আত্মসমর্পণ করে সাজঘরে ফিরে আসেন বাংলার দামাল ছেলেরা। পাকিস্তানের এক ইনিংসে ১০ জনের সম্মিলিত রান বাংলাদেশের ব্যাটসম্যানেরা দুই ইনিংস মিলিয়ে ব্যাট করেও টপকে যেতে পারলেন না।
টি-টোয়েন্টি সিরিজে শূন্য হাতে ফিরতে হয়েছিল টাইগারদের। সেই শূন্য হাতে ফেরার ধারা বজায় রেখে টেস্টেও তামিম-মাহমুদুল্লাহরা ফিরছেন শূন্য হাতে।
পিন্ডি টেস্টের প্রথম ইনিংসে টসে জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠিয়েছিল পাকিস্তান। ব্যাট করতে নেমে উইকেট ধ্বসের শিকার হয়ে প্রথম দিনেই ২৩৩ রানে গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ।
দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে পাকিস্তান তোলে ৪৪৫ রান। সেই সাথে বাংলাদেশের সামনে দাঁড় করিয়ে দেয় ২১২ রানের লিড। পাকিস্তানের সেই ইনিংসে ছিল দুইটি সেঞ্চুরি।
লিডের জবাবে খেলতে নেমে দ্বিতীয় ইনিংসের শুরুটা প্রথম ইনিংসের চেয়ে দুর্দান্তভাবে করে বাংলাদেশ। কিন্তু নড়বড়ে সেই ব্যাটিং লাইন আপ নিয়ে খুব বেশি সময় দাঁড়িয়ে থাকতে পারেনি টাইগাররা। তৃতীয় দিন কোনো রকমে পার করলেও চতুর্থ দিনে এসে একদম হুরমুর করে ভেঙে পড়ে ব্যাটিং লাইন আপ।
গতকাল অনূর্ধ্ব-১৯ দলের দ্রুত উইকেট পতনের পর অধিনায়ক আকবর আলী এবং রাকিবুল দেখিয়েছেন কিভাবে পরিস্থিতি সামাল দিতে হয়। টানা ২০ টি বল তাঁরা ডট দিয়েছেন। ঠান্ডা মাথায় অপেক্ষা করেছিলেন এই দুইজন কখন আসবে উপযুক্ত সময়। ছোটদের মাথায় উপযুক্ত সময় সম্পর্কে ধারণা আসলেও জাতীয় দলের পরিপক্ক ক্রিকেটারদের মাথায় সেই ধারণা এখন পর্যন্ত জন্ম নিল না। যা খুবই হতাশাজনক।
বাংলাদেশ তাদের সর্বশেষ ছয় টেস্টের পাঁচটিতেই ইনিংস ব্যবধানে হেরেছে। বিদেশের মাটিতে সর্বশেষ আট টেস্টের সাতটিতেই পরাজয় ইনিংস ব্যবধানে। এ সব তথ্যগুলোই চোখে আঙুল দিয়ে জানান দিচ্ছে, টেস্টে এখনো কতটা নড়বড়ে বাংলাদেশ।