এ তো সবে শুরু: আকবর
১০ ফেব্রুয়ারি ২০২০ ১০:৪২ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২০ ১৪:০৬
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ভারতের বিপক্ষে বাংলাদেশের ইনিংসের চলছিল ৪২তম ওভার। বল হাতে এলেন ভারতের আনকোলেকার। ব্যাট হাতে উইকেটে প্রস্তুত রাকিবুল। আনকোলেকারের করা বল লেগ সাইডে উড়িয়ে দিয়ে দৌড়ে একবার প্রান্ত বদল করলেন রাকিবুল এবং আকবর আলী। আর এই রানেই রচিত হল অনন্য এক ইতিহাস। হবেই বা না কেন? বাংলাদেশ যে প্রথমবারের মতো জয় করেছে বিশ্বকাপ।
ভারতকে হারিয়ে ইতিহাসে প্রথমবারের মত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছে বাংলাদেশ। শুধু তাই নয়। এই শিরোপা বাংলাদেশের জন্য আইসিসির কোনো ইভেন্টে প্রথম শিরোপা। চার বারের বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে শিরোপা নিজেদের করে নেয়াতে বেশ উৎফুল্ল ক্ষুদে টাইগাররা। অনেক সম্ভাবনাও উঁকি দিচ্ছে এই যুবাদের কেন্দ্র করে।
সম্ভাবনা দেখছেন খোদ অধিনায়ক আকবর আলী নিজেও। দলের এমন অর্জনকে মাত্র শুরু হিসেবে আখ্যায়িত করেছেন এই ক্ষুদে টাইগার দলপতি।
তিনি বলেন, ‘এই জয় আমাদের ভবিষ্যত ক্রিকেটের জন্য শক্ত ভীত হিসেবে কাজ করবে। এটাতো হবে শুরু। আমাদের ভাল করার এই ক্ষুধাটা ধরে রাখতে হবে সিনিয়র পর্যায়ে খেলার সময়ও।’
ফাইনাল পরবর্তি সংবাদসম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের মানুষ যেভাবে আমাদের সাপোর্ট দিয়েছেন তাতে একটি বিশ্বসেরার খেতাব নিঃসন্দেহে তাদের প্রাপ্য। আমরা খুবই খুশি কারণ আমরা তাদের সেই খেতাব এনে দিতে পেরেছি। আমরা জানি সমর্থকরা সবসময় আমাদের সাথে থাকবেন। আমরা ভালো খেললেও তাদের পাশে পাবো, খারাপ খেললেও পাবো।’
ম্যাচ জয়ের পর দুই দলের কথা কাটাকাটির ঘটনা বিশ্লেষণে আকবর জানান, ‘আমি মনে করি এটি ভারত-বাংলাদেশ রাইভালারির অংশ ছিল। বিশ্বকাপ ফাইনালের আগে আমরা তাদের কাছে এশিয়া কাপের ফাইনালে হেরেছি দুই মাস আগে। ছেলেরা কিছুটা উত্তেজিত ছিল। আমি আমার দিক থেকে দুঃখিত।’
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ বাংলাদেশ বিশ্বচ্যাম্পিয়ন