কোহলির যম সাউদি!
৯ ফেব্রুয়ারি ২০২০ ১৫:২১ | আপডেট: ৯ ফেব্রুয়ারি ২০২০ ১৬:৩৩
ক্রিকেট বিশ্বে ব্যাট হাতে ছড়ি ঘোরাচ্ছেন বিরাট কোহলি। তর্কাতিত ভাবে বিশ্বের সেরা ব্যাটসম্যান ভারতীয় এই অধিনায়কই। এখনও বর্তমান থাকা ক্রিকেটার হওয়া স্বত্বেও ইতিহাসের অন্যতম সেরা হওয়ার দৌড়ে তার নামটা উঠে আসে সমর্থক থেকে শুরু করে ক্রিকেট বিশ্লেষকদের মুখেও।
আরও পড়ুন: সারাবাংলায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনাল: বল বাই বল
আর তাই তো তার উইকেট তুলে নেওয়াটাও যেকোনো বোলারের কাছে বড় কীর্তি। আর এই কীর্তিটাকেই যেন শিল্পের কাতারে নিয়ে গেছেন নিউ জিল্যান্ডের পেসার টিম সাউদি। ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে সব মিলিয়ে মোট ৯বার কোহলির উইকেট থলিতে পুরেছেন এই পেসার।
রেকর্ডের বরপুত্র বলা হয়ে থাকে শচীন টেন্ডুলকারকে, তবে বর্তমানে সময়ে শচীনের সব রেকর্ডই যেন তাড়া করে বেড়াচ্ছেন কোহলি। তবে নতুন এই রেকর্ডটি কোনোভাবে এড়াতে পারলেই যেন বেঁচে যেতেন কোহলি।
শনিবার (৮ ফেব্রুয়ারি) অকল্যান্ডে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচে ২২ রানে হেরেছে ভারত আর সেই সঙ্গে সিরিজও ২-০’তে হারিয়েছে বিরাট কোহলির দল। এই ম্যাচে কিউই পেসার টিম সাউদির বলে বোল্ড হয়ে ফিরেছিলেন ভারতীয় অধিনায়ক। আর তাতেই কোহলির যমের স্বীকৃতিটাও পেয়ে যান তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে কোহলির বিরুদ্ধে সব থেকে সফলতম বোলার হিসেবে নাম উঠে এসেছে সাউদির।
একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ছয়বারের মতো কোহলির উইকেট নামের পাশে যোগ করেন সাউদি। তিন ফরম্যাট মিলিয়ে মোট নয় বার কোহালিকে ফিরিয়েছেন তিনি। যা করে দেখাতে পারেননি আর কোনো বোলারই। আর তাই তো এটি হয়ে গেছে নতুন আরেকটি রেকর্ডও। এর আগে এই রেকর্ডের মালিক ছিলেন ওয়েস্ট ইন্ডিজের পেসার রবি রামপল, তিনিও একদিনের ক্রিকেটে কোহালিকে ছয় বার ফিরিয়েছিলেন। আর তার পরেই আছেন শ্রীলঙ্কার অলরাউন্ডার থিসারা পেরেরা ও অস্ট্রেলিয়ার লেগস্পিনার অ্যাডাম জাম্পা। দুইজনই পাঁচ বার করে ওডিআই’তে কোহলিকে আউট করেছিলেন।
আর তিন ফরম্যাট মিলিয়ে কোহলিকে সব থেকে বেশিবার আউট করা সাউদির পরে এই তালিকায় আছেন ইংলিশর পেসার জেমস অ্যান্ডারসন ও অফস্পিনার গ্রেম সোয়ান। এই দুই ইংলিশই কোহলিকে মোট আটবার আউট করেছেন।
টিম সাউদি বিরাট কোহলি ভারত বনাম নিউ জিল্যান্ড রেকর্ড সর্বোচ্চবার আউট