অভিষেকের হাতে উইকেটের অভিষেক; ফেরালেন সাকসেনাকে
৯ ফেব্রুয়ারি ২০২০ ১৪:৩৬ | আপডেট: ৯ ফেব্রুয়ারি ২০২০ ১৬:৩৪
পচেফস্ট্রুমে স্বপ্নের ফাইনালে দুর্দান্ত শুরু বাংলাদেশের। শুরু থেকেই ভারতীয় দুই ওপেনারকে চেপে ধরে টাইগার পেসাররা। শরিফুল ইসলাম এবং তানজিম হাসান সাকিব। আর প্রথম থেকেই চাপে থাকা ভারতীয় ওপেনার দিভ্যানাশ সাকসেনাকে মাত্র ২ রানেই ফিরিয়েছেন অভিষেক দাস।
আরও পড়ুন: সারাবাংলায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনাল: বল বাই বল
সাকসেনা ১৭ বল মোকাবিলা করে রান করেছেন মাত্র ২। আর ভারতীয় দলীয় সংগ্রহ দাঁড়িয়েছে ৭ ওভারে ১ উইকেট হারিয়ে মাত্র ৯ রান।
ইনিংসের ৭ম ওভারে বল হাতে আসেন ফাইনালে সুযোগ পাওয়া অভিষেক দাস। চতুর্থ বলে অভিষেকের গতিতে পরাস্থ হয়ে পয়েন্টে ফিল্ডিংয়ে দাঁড়ানো মাহমুদুল হাসান জয়ের হাতে ক্যাচ তুলে দেন সেমি ফাইনালে অর্ধশতক হাঁকানো দিভ্যানাশ সাকসেনা।
বাংলাদেশ একাদশ: পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, মাহমুদুল হাসান জয়, তাওহিদ হৃদয়, শাহাদত হোসেন, শামিম হোসেন, আকবর আলী (অধিনায়ক), রাকিবুল হাসান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব এবং অভিষেক দাস।
ভারতীয় একাদশ: ইয়াশভি জাইসওয়াল, ডিভ্যানাশ সাকসেনা, তিলক ভার্মা, ধ্রুব জুরেল, প্রিয়াম গ্র্যাগ (অধিনায়ক), সিদ্ধেশ ভীর, আথারভা অ্যানকোলেকার, রবি বৈশ্ন্য, শুশান্ত মিশরা, কার্তিক ত্যাগি এবং আকাশ সিং।