বৃষ্টির শঙ্কা কেটে যাচ্ছে পচেফস্ট্রুমে
৯ ফেব্রুয়ারি ২০২০ ১৩:০৪ | আপডেট: ৯ ফেব্রুয়ারি ২০২০ ১৪:৩৮
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে রবিবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের। ইতিহাস গড়ার এই ম্যাচের শুরুতেই আবহাওয়া দিয়েছিল এক অশনি বার্তা।
পূর্বাভাসে বলা হয়েছিল রোববার (৯ ফেব্রুয়ারি) এবং তার পরদিন সোমবার (১০ ফেব্রুয়ারি) প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রোববার সারাদিন বৃষ্টি হলেও সোমবার থেমে থেমে বৃষ্টির হবে বলে জানিয়েছিল আবহাওয়া বিভাগ।
এতে করে যৌথভাবে চ্যাম্পিয়নের সম্ভাবনা উঁকি দিয়েছিল কিছু সময়ের জন্য।
তবে দর্শকদের জন্য সুখবর রয়েছে যে সকালে আকাশ কিছুটা মেঘলা থাকলেও দিন বাড়ার সঙ্গে সঙ্গে কমছে বৃষ্টির সম্ভাবনা। পচেফস্ট্রুম থেকে সারাবাংলার এক সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। বাংলাদেশ সময় বেলা দুইটায় শিরোপা নির্ধারনি ম্যাচে মুখোমুখি হবে দুই দল।