Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বপ্নের ফাইনালে বৃষ্টির শঙ্কা


৯ ফেব্রুয়ারি ২০২০ ১২:২৩ | আপডেট: ৯ ফেব্রুয়ারি ২০২০ ১৩:০৭

প্রায় সাড়ে তিন সপ্তাহের লড়াই শেষে বিশ্ব জয়ের স্বপ্নের খুব কাছাকাছি পৌঁছে গেছে বাংলাদেশের অনুর্ধ্ব-১৯ দল। ইতিহাস গড়া থেকে সামান্য দূরত্বে দাঁড়িয়ে বাংলাদেশের যুবারা। সামনে শুধু ভারত। তাদের হারাতে পারলেই ইতিহাস।

প্রতিপক্ষ হিসেবে আজ ক্ষুদে টাইগারদের বিপক্ষে মাঠে নামবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ভারত। কিন্তু ফাইনালের ঠিক প্রাক্কালে দূর্যোগের ঘনঘটা পচেফস্ট্রমের আকাশ জুড়ে।

আবহাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী, ফাইনালের দিন রবিবার (৯ ফেব্রুয়ারি) প্রায় সারাদিনই বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এই একই ভেন্যুতে তৃতীয় স্থান নির্ধারনি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল শনিবার (৮ ফেব্রুয়ারি)। সেই ম্যাচেও হানা দিয়েছিল বৃষ্টি। রিজার্ভ ডে না থাকায় সেই ম্যাচে নিউ জিল্যান্ডের বিপক্ষে পয়েন্টে এগিয়ে থেকে তৃতীয় স্থান নিশ্চিত হয় পাকিস্তানের।

কিন্তু ফাইনালে রিজার্ভ ডে রেখেছে আইসিসি। তাই রবিবার (৯ ফেব্রুয়ারি) ম্যাচ মাঠে না গড়ালেও পরের দিন অর্থাৎ সোমবার (১০ ফেব্রুয়ারি) হবে শিরোপার লড়াই। তবে এখানেও রয়েছে বিপত্তি।

পূর্বাভাসে বলা হয়েছে সোমবার (১০ ফেব্রুয়ারি) টানা বৃষ্টি না হলেও থেমে থেমে বৃষ্টির সম্ভাবনা প্রবল। ফলে সেদিনও ম্যাচ মাঠে না গড়ালে যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে দুই দলকে।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০২০ ফাইনাল বাংলাদেশ-ভারত

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর