সাউথের বিপক্ষে সমানে লড়ছে ইস্ট
৮ ফেব্রুয়ারি ২০২০ ১৬:৫৮ | আপডেট: ৮ ফেব্রুয়ারি ২০২০ ১৭:০৩
বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)-এর দ্বিতীয় রাউন্ডে এনামুল হক বিজয়, নুরুল হাসান সোহান এবং মেহেদি হাসানের শতকে ভর দিয়ে ইস্ট জোনের বিপক্ষে ৪৮২ রান তোলে সাউথ জোন। জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিন শেষে ইস্ট জোনের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ২৭০ রান।
কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে সাউথ জোনকে ব্যাটিংয়ে পাঠায় ইস্ট জোন। ব্যাট করতে নেমে শুরুতেই ধ্বস নামে সাউথ জোনের ব্যাটিং লাইন আপে। তবে এরপর তিন ব্যাটসম্যানের শতকে বড় সংগ্রহ পায় সাউথ। ইস্ট জনের হয়ে ৩ উইকেট নেন রিয়াজুর।
নিজের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে অনবদ্য শুরু করে ইস্ট জোন। দুই ওপেনার পিনাক ঘোষ এবং মোহাম্মদ আশরাফুলের অর্ধশতকে ১৪৬ রানের উদ্বোধনী জুটি গড়ে তারা। তবে ব্যক্তিগত ৭১ রানে আশরাফুল ফেরার পরপরই ফিরে যান পিনাক ঘোষও। আউট হওয়ার পূর্বে পিনাকের ব্যাট থেকে আসে ৮০ রান।
এরপর অধিনায়ক ইমরুল কায়েস (২৮) আর ইয়াসির আলী (৪৪) করে ফিরলে দলীয় সংগ্রহ আড়াইশ পূর্ণ হওয়ার আগে হারাতে হয় ৪ উইকেট। তবে শেষ দিকে আফিফ হোসেন মাত্র ১৫ রান করে ফিরলে ৫ উইকেট হারিয়ে ২৭০ তোলে ইস্ট জোন। আর এরপরই দিনের খেলা শেষ ঘোষণা করা হয়।
সাউথের হয়ে দু’টি করে উইকেট তুলে নেন আব্দুর রাজ্জাক এবং মেহেদি হাসান। আর বাকী একটি উইকেট নেন ফরহাদ রেজা।
অষ্টম আসর তিন শতক বাংলাদেশ ক্রিকেট লিগ বিসিএল সাউথ জোন বনাম ইস্ট জোন