Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মহারণের ম্যাচে বাংলাদেশকে সমর্থন দেবে পাকিস্তান


৮ ফেব্রুয়ারি ২০২০ ১৬:১০

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমি ফাইনালে ভারতের কাছে স্রেফ উড়ে গেছে পাকিস্তানের যুবারা। সেই ক্ষোভ থেকেই হয়ত এমন সিদ্ধান্ত পাকিস্তানের। চির বৈরী ভারতকে নয়, বিশ্বকাপ ফাইনালের মহারণে তারা সমর্থন দেবে বাংলাদেশকে। আর এর মধ্য দিয়েই হয়ত সেমিতে হারের ক্ষতে কিছুটা হলেও প্রলেপ চাইবে ক্রিকেট বিশ্বের অভিভতব্য এই দেশটি।

ভাবছেন সেটা কিভাবে? স্রেফ সমর্থন দিয়ে! বিষয়টি নিশ্চিত হওয়া গেছে পাকিস্তানের অফিসিয়াল পেজ থেকে। ক্রিকেট পাকিস্তানের পেজে নিউ জিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের জয়ের ছবির নিচে প্রায় ৫ হাজার লাইক পড়েছে। কমেন্টও পড়েছে অসংখ্য। যেখানে পাকিস্তানিরা শিরোপা নির্ধারণী ম্যাচটিকে সামনে রেখে বাংলাদেশকে শুভ কামনা জানিয়েছে।

বিজ্ঞাপন

গত বৃহস্পতিবার (৬ ফেব্রুয়াই) অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ইতিহাস গড়েছে লাল সবুজের যুবারা। সেমির লড়াইয়ে নিউ জিল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো উঠেছে স্বপ্নের বিশ্বকাপের ফাইনালে। আইসিসি’র আয়োজিত যেকোনো আসরে এটিই বাংলাদেশের সেরা সাফল্য।

আকরাম-হাবিবুল-নান্নু, সাকিব-তামিম-মুশফিক এতদিন যা করে দেখাতে পারেননি তাই করে দেখিয়েছেন আকবর আলী-মাহামুদুল-সাকিবরা।

রোববার (৯ ফেব্রুয়ারি) পচেফস্ট্রুমে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়। এই ম্যাচটি গাজী টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে।

অনূর্ধ্ব ১৯ ক্রিকেট অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ বাংলাদেশ বনাম ভারত যুব বিশ্বকাপ

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর