Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তিন সেঞ্চুরিতে ইস্ট জোনকে চোখ রাঙাচ্ছে সাউথ জোন


৭ ফেব্রুয়ারি ২০২০ ১৮:৩৮

বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)-এর দ্বিতীয় রাউন্ডে এনামুল-নুরুল-মেহেদির শতকে ভর দিয়ে ইস্ট জোনকে বড় লক্ষ্যের ইঙ্গিত দিচ্ছে সাউথ জোন। প্রথম দিন শেষে সাউথ জনের সংগ্রহ ৬ উইকেটে ৪৪৩ রান।

কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ইস্ট জোনকে ব্যাট করতে পাঠায় সাউথ জোন। ব্যাট করতে নেমে শুরুতেই ধ্বস নামে সাউথ শিবিরে। ৬১ রানেই সাজঘরে ফেরেন তাদের ৪ ব্যাটসম্যান।

এরপর নুরুল হাসানকে নিয়ে রানের তুবড়ি ছোটান এনামুল হক বিজয়। তুলে নেন প্রথম শ্রেণির ক্যারিয়ারের ২১তম শতক। দুইজনে মিলে গড়েন ১৯০ রানের জুটি।

এই জুটি ভাঙে রান আউটের শিকার হয়ে ১২৯ রানে এনামুল সাজঘরে ফিরলে। এনামুলের বিদায়ের পর উইকেটে আসেন মেহেদী হাসান। নুরুল-মেহেদি মিলে দলের স্কোরশিটে যোগ করেন আরও ১৭৫ রান। সেই সাথে দুই জনই তুলে নেন দুর্দান্ত দুই সেঞ্চুরি।

৮৫ বলে ১১২ করে মেহেদী ক্ষান্তি দিলেও উইকেট ছাড়েননি নুরুল। দিন শেষে ২২০ বলে ১৫৫ রান করে অপরাজিত থাকেন। সঙ্গে রয়েছেন ফরহাদ রেজা (৯)।

ইস্ট জনের হয়ে ৩ উইকেট নেন রিয়াজুর।

বাংলাদেশ ক্রিকেট লিগ সাউথ জোন-ইস্ট জোন