ফাইনালের পথে টস জিতে ফিল্ডিংয়ে টাইগার যুবারা
৬ ফেব্রুয়ারি ২০২০ ১৩:৩৯ | আপডেট: ৬ ফেব্রুয়ারি ২০২০ ১৪:০৩
দক্ষিণ আফ্রিকায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমি ফাইনালে নিউ জিল্যান্ডের বিপক্ষে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে যুবা টাইগাররা। আকবার আলীর নেতৃত্বে কোয়ার্টার ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সেমি ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ দল।
বুধবার (৫ ফেব্রুয়ারি) বৃষ্টি বিঘ্নিত ছিল পচেস্ফট্রুম। আর বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বৃষ্টির হানা দেয়ার সম্ভবনা রয়েছে। তবে এ নিয়ে চিন্তার কোনো কারণ নেই টাইগার ভক্তদের। গ্রুপ পর্বে পয়েন্টের দিক থেকে এগিয়ে থাকায় ম্যাচ মাঠে না গড়ালে ফাইনালে নাম লেখাবে বাংলাদেশ দল।
সেমি ফাইনালে বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, মাহমুদুল হাসান জয়, তৌহিদ হৃদয়, শাদাত হোসেন, আকবার আলী (অধিনায়ক), শামিম হোসেন, তানজিম হাসান সাকিব, রাকিবুল হাসান, হাসান মুরাদ এবং শরিফুল ইসলাম।
নিউ জিল্যান্ড একাদশ: রায়াস মারিউ, ওলি হোয়াইট, ফারগাস লেলম্যান, নিকোলস লিডস্টোন, জেসে টাস্কফ, বেকহাম হুইলার, কুইন সানডে, আদিত্যা অশোক, জয়ী ফিল্ড, ক্রিস্টিয়ান ক্লার্ক এবং ডেভিড হ্যানকক।
অনূর্ধ্ব ১৯ ক্রিকেট টস বাংলাদেশ বনাম নিউ জিল্যান্ড যুব বিশ্বকাপ সেমি ফাইনাল