Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডি মারিয়া নৈপুণ্যে জয় পেল পিএসজি


৫ ফেব্রুয়ারি ২০২০ ০৯:২৪ | আপডেট: ৫ ফেব্রুয়ারি ২০২০ ১০:৪৪

ফ্রেঞ্চ লিগ ওয়ানের শিরোপা ধরে রাখার মিশনে আরও এক ধাপ এগিয়ে গেল ফ্রেঞ্চ জায়ান্ট প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) নঁতকে ২-১ গোলে হারিয়ে নিজেদের শীর্ষস্থান মজবুত করেছে টমাস টুখেলের শিষ্যরা।

বিজ্ঞাপন

কিন্তু গোলটি লেখা হয় মাউরো ইকার্দির নামে। কেননা বল জালে জড়ানোর আগে ছুঁয়ে দেখেছে তাঁর পা। এতে করে চলতি লিগ ওয়ানে ইন্টার মিলান থেকে ধারে আনা এই আর্জেন্টাইন ফুটবলারের গোল সংখ্যা দাঁড়ালো ১০ এ।

ম্যাচের ৫৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে টুখেল বাহিনী। ডি মারিয়ার করা কর্নার থেকে দুর্দান্ত এক হেড করে দলকে এগিয়ে নেন জার্মান ডিফেন্ডার টিলো কেরার।

১০ মিনিট পরই ব্যবধান কমিয়ে আনেন মোজেজ সিমোন। সফরকারীদের দুই ডিফেন্ডারকে পেছনে ফেলে ডি-বক্সে ঢুকে নিচু শটে পিএসজি গোলরক্ষক নাভাসকে পরাস্ত করেন নাইজেরিয়ার এই ফরোয়ার্ড।

অ্যাঞ্জেল ডি মারিয়া ফ্রেঞ্চ লিগ ওয়ান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর