Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অলিম্পিক দেখতে জাপান যাবেন প্রধানমন্ত্রী


৩ ফেব্রুয়ারি ২০২০ ১৭:১৫ | আপডেট: ৩ ফেব্রুয়ারি ২০২০ ১৮:১৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি)

ঢাকা: আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) আমন্ত্রণে জাপানে অনুষ্ঠেয় টোকিও অলিম্পিকে যাবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্ভব হলে অলিম্পিকে খেলতে যাওয়া রোমান সানার ইভেন্টও মাঠে বসে দেখতে পারেন ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রী।

আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিএও) মহাসচিব শাহেদ রেজা সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। আজ প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ গেমসের প্রস্তুতি নিয়ে সাক্ষাৎকালে এই বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানিয়েছেন বিওএ’র মহাসচিব।

বিজ্ঞাপন

শাহেদ রেজা জানান, আইওসি ও আয়োজক দেশ প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছে। আমাদের প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন টোকিও অলিম্পিকে যাওয়ার ব্যাপারে।

১ এপ্রিল থেকে শুরু হবে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস। এটা নবম আসর। এবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানান শাহেদ রেজা, ‘মাননীয় প্রধানমন্ত্রী বিওএ’র প্রধান পৃষ্ঠপোষক। সেই হিসেবে পরামর্শ নিতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করা। বাংলাদেশ গেমসে নিয়ে তিনি সন্তোষ প্রকাশ করেছেন। সঙ্গে ১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে সম্মতি দিয়েছেন।’

বাংলাদেশ গেমসের কেমন প্রস্তুতির কথা জানালেন সে বিষয়ে প্রশ্ন করা হলে শাহেদ রেজা জানান, ‘প্রধানমন্ত্রীর পরামর্শে আমরা প্রস্তুতি নিচ্ছি। ইতোমধ্যে বাজেট তৈরি করে ফেলছি। বাজেট প্রক্রিয়া শেষ হলেই আমরা ট্রেনিং শুরু করে দিবো। এবং বঙ্গবন্ধুর নামে এই ‍টুর্নামেন্টের যাবতীয় প্রস্তুতি শুরু করে দিয়েছি।’

এসময় গেল এসএ গেমসে দেশের রেকর্ড অর্জনে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী এমনটাই জানালেন বিওএর মহাসচিব। এবং ধারাবাহিক সফলতা পেতে করণীয়র কথা জানালেন তিনি, ‘প্রধানমন্ত্রী জানতে চেয়েছিলেন ধারাবাহিক সাফল্য পেতে আমাদের নিয়মিত প্রশিক্ষণের মধ্যে খেলোয়াড়দের রাখতে হবে। উন্নত প্রশিক্ষণ নিশ্চিত করতে হবে। সেই ব্যবস্থাগুলো নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রী।

বিজ্ঞাপন

জাপান যাবেন টপ নিউজ টোকিও অলিম্পিক প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিজ্ঞাপন

রিয়েলি এবার রিয়েলিই খুশি
১০ জানুয়ারি ২০২৫ ১০:০০

আরো

সম্পর্কিত খবর