Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাকিস্তানে ব্যাটসম্যানদের কঠিন চ্যালেঞ্জ দেখছেন ডমিঙ্গো


৩ ফেব্রুয়ারি ২০২০ ১৬:১৯

প্রথম ইনিংসে দুইশ বিশ থেকে আড়াইশ, দ্বিতীয় ইনিংসে একশ বিশ করতেই প্রাণ ওষ্ঠাগত। ব্যাটসম্যানদের টেম্পারমেন্ট নেই, নেই টেস্ট খেলার মানসিকতাও। উইকেটে আসা যাওয়াই সার। প্রায় এক বছরেরও বেশি সময় যাবৎ এসবই বাংলাদেশের ব্যাটিংয়ের নিয়মিত চিত্র। তার ওপরে পেস ও বাউন্সি উইকেটে খেলার অভ্যাস নেই বললেই চলে। ফলে রাওয়ালপিন্ডি টেস্টে ব্যাটসম্যানদের জন্য কঠিন চ্যালেঞ্জ দেখছেন বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।

বিজ্ঞাপন

প্রতিপক্ষ পাকিস্তান শিবিরে আছেন মুর্তমান ত্রাস দুই পেসার শাহিন আফ্রিদি ও মোহাম্মদ আব্বাস। আছেন নন্দিত লেগি ইয়াসির শাহ। এই বোলিং আক্রমণ সামলানো চ্যালেঞ্জ তো বটেই। তবে কোচের কাছে আরও বড় চ্যালেঞ্জ হিসেবে ধরা দিয়েছে রাওয়ালপিন্ডির উইকেট।

সোমবার (৩ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সম্মেলন কক্ষে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ পূর্ব সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

ডমিঙ্গো জানান, ‘আমরা এখানে যে উইকেটে খেলি সেখানে পর্যাপ্ত পেস ও বাউন্স নেই। আমি নিশ্চিত রাওয়ালপিন্ডিতে পেস ও বাউন্স থাকবে। এটা আমাদের ছেলেদের জন্য বড় একটি চ্যালেঞ্জ। তবে কেউ কেউ ভালো করছে, ম্যাকেঞ্জি ওদের টেকনিক্যাল দিকটি দেখছে। ছেলেরা অবশ্যই জানে যে তাদের কাউকে ওখানে পারফর্ম করতে হবে। ব্যাটিংয়ে আমাদের প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে।’

সন্দেহ নেই শক্তিমত্তা ও মাঠের রণ কৌশলে ৭ ফেব্রুয়ারি থেকে রাওয়ালপিন্ডিতে শুরু হওয়া ম্যাচটিতে এগিয়ে থাকবে স্বাগতিক পাকিস্তানই। তাছাড়া পরিসংখ্যানও তাদের পক্ষেই স্বাক্ষ্য দিচ্ছে। কেননা এই পর্যন্ত দুই দলের ১০ বারের মোকাবেলায় ৯ বারই পাকিস্তান জয়ের শেষ হাসি হেসে মাঠ ছেড়েছে। পক্ষান্তরে বাংলাদেশ পারেনি একবারও। একটি ম্যাচ কেবল ড্র করতে পেরেছে, তাও আজ থেকে ৫ বছর হয়ে গেছে।

তবুও হাল ছাড়তে নারাজ লাল সবুজের হেড কোচ ডমিঙ্গো। ভারত সফরে যে ফলাফল হয়েছে তার চাইতেও ভালো হবে এমন মানসিকতা নিয়েই শিষ্যদের ঝাঁপিয়ে পড়তে বলছেন।

‘আমরা জানি যে টেস্ট আমরা ভালো খেলিনি। কিন্তু আপনি যখন এটা ভেবে পাকিস্তানে যাবেন যে আপনি জিতবেন না তাহলে আপনাকে এখানেই পড়ে থাকতে হবে। আমি আত্মবিশ্বাসী যে আমরা যদি ভারতের চাইতে এখানে ভালো করতে পারি তাহলে পাকিস্তানকে চাপে রাখা যাবে। তবে কাজটি কঠিন। কেননা তারা ভালো দল। আবার আমরা এটাও জানি ওদের একটি খারাপ দিন আসতেই পারে। ওদের খারাপ দিনটিই আমাদের জন্য সেরা দিন হবে। যদি এমন হয় তবেই আমাদের সুযোগ আসতে পারে।’

বিজ্ঞাপন

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি খেলতে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) কাতার এয়ালরাইন্স যোগে রাওয়ালপিন্ডির উদ্দেশ্যে ঢাকা ছাড়বে টিম বাংলাদেশ। ম্যাচটি গড়াবে আগামি ৭-১১ ফেব্রুয়ারি।

টেস্ট সিরিজ পাকিস্তান সফর রাসেল ডমিঙ্গো

বিজ্ঞাপন

জাজিরা থানার ওসির মরদেহ উদ্ধার
৯ জানুয়ারি ২০২৫ ২১:৫৯

৪২২ উপজেলায় ৩০ টাকায় মিলবে চাল 
৯ জানুয়ারি ২০২৫ ২১:২৯

আরো

সম্পর্কিত খবর