নাফিস-শামসুর-রিয়াদের সেঞ্চুরিতে নর্থকে বড় লক্ষ্য ছুঁড়ে দিল সাউথ
২ ফেব্রুয়ারি ২০২০ ১৮:১৫ | আপডেট: ২ ফেব্রুয়ারি ২০২০ ১৮:২৬
বাংলাদেশ ক্রিকেট লিগে রবিবার (২ ফেব্রুয়ারি) শাহরিয়ার নাফিস, শামসুর রহমান এবং মাহমুদউল্লাহ রিয়াদের শতকে ভর করে নর্থ জোনকে ৪৫৪ রানের বড় লক্ষ্য ছুঁড়ে দিয়েছে নর্থ জোন। তৃতীয় দিন শেষে সাউথ জোনের সংগ্রহ বিনা উইকেটে ২২ রান। জয়ের জন্য তাদের প্রয়োজন ৪৩২ রান। অপরদিকে সাউথ জোনের দরকার ১০ উইকেট।
৫০ রান নিয়ে তৃতীয় দিন শুরু করে সাউথ জোনের শাহরিয়ার নাফিস এবং শামসুর রহমান। ড্রিংকস ব্রেক থেকে ফিরেই পরপর শতক হাঁকান এই দুই ব্যাটসম্যান।
২৫১ বল খেলে ১১১ রান করা শাহরিয়ার নাফিসকে সাজঘরে পাঠিয়ে সাউথ জোনের ২১১ রানের জুটি ভাঙেন আরিফুল হক। ফেরত পাঠান আরেক সেঞ্চুরিয়ান শামসুর রহমানকেও।
এরপর উইকেটে আসেন মাহমুদউল্লাহ রিয়াদ। আগের দিনের ইনিজুরিতে পরা এনামুল বিজয়কে সাথে নিয়ে চালাতে থাকেন তাণ্ডব। তুলে নেন ৭০ বলে দুর্দান্ত এক শতক। তাঁর শতকের পরই ৩ উইকেট হারানো সাউথ জোন তাদের ইনিংস ঘোষণা করে দেয় ৩৯৮ রানে। সেই সঙ্গে নর্থ জোন জয়ের জন্য লক্ষ্য পায় ৪৫৪ রানের।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে দিন শেষে নর্থ জোনের সংগ্রহ বিনা উইকেটে ২২ রান। উইকেটে আছেন মিজানুর রহমান (১৫) এবং রনি তালুকদার (৭)।