Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে টি-টোয়েন্টি মেজাজে শতক রিয়াদের


২ ফেব্রুয়ারি ২০২০ ১৬:২৯ | আপডেট: ২ ফেব্রুয়ারি ২০২০ ১৬:৪২

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শতকের মহড়া চলছে। সাউথ জোন দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তৃতীয় দিনের শুরুতেই জোড়া শতক তুলে নেন শাহরিয়ার নাফিস এবং শামসুর রহমান। এরপর এই ইনিংসের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে শতক তুলে নেন মাহমুদুল্লাহ রিয়াদ।

ব্যক্তিগত ১১১ রানে শাহরিয়ার নাফিস ফিরে গেলে উইকেটে আসেন মাহমুদুল্লাহ রিয়াদ। আর শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাটিং শুরু করেন বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়ক। ৪৪ বলে তুলে নেন অর্ধশতক। তবে সেখানেই থেমে যাননি এই ব্যাটসম্যান। অর্ধশতক হাঁকানোর পর আরও বেশি আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন। ব্যাট হাতে চার-ছয়ের ফুলঝুরি ছোটাতে থাকেন।

বিজ্ঞাপন

টি-টোয়েন্টি মেজাজে ব্যাটিং করতে থাকা মাহমুদুল্লাহ রিয়াদ প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের ১৩তম শতক তুলে নিতে খেলেন মাত্র ৭০ বল। আর শতক হাঁকানোর এই ইনিংসে ৮টি চার, সেই সঙ্গে ৫টি ছয় মারেন রিয়াদ। ঝড়ো ব্যাটিংয়ে শতক তোলার পর ইনিংস ঘোষণা করেন সাউথ জোনের অধিনায়ক আব্দুর রাজ্জাক।

দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে ৩৯৮ রান তুলে ইনিংস ঘোষণা করে সাউথ জোন। শামসুর রহমানের ১০৯, শাহরিয়ার নাফিসের ১১১, মাহমুদুল্লাহ রিয়াদের অপরাজিত ১০০ আর আনামুল হক বিজয়ের ৬৪ রানে সাউথ জোন ৪৫৪ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় নর্থ জোনকে।

বাংলাদেশ ক্রিকেট লিগ বিসিএল মাহমুদুল্লাহ রিয়াদ শতক সাউথ জোন বনাম নর্থ জোন