Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপ মিশনে অস্ট্রেলিয়ার পথে নারী দল


২ ফেব্রুয়ারি ২০২০ ১৮:০০ | আপডেট: ২ ফেব্রুয়ারি ২০২০ ১৮:০৬

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে অস্ট্রেলিয়ার পথে রওনা হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় ব্রিজবেনের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবে সালমা-রুমানারা।

ব্রিজবেনে পৌঁছে সেখান থেকে ১৩ দিনের কন্ডিশনিং ক্যাম্পে অংশ নিতে যাবে গোল্ড কোস্ট।

২৪ ফেব্রুয়ারি পার্থে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপ মিশন শুরু করবে সালমা, রুমানারা। ২৭ ফেব্রুয়ারি ক্যানবেরার মানুকা ওভালে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।

২৯ ফ্রব্রুয়ারি মেলবোর্নের জাংশন ওভালে নিউ জিল্যান্ডের মোকাবিলা করবে এশিয়ার চ্যাম্পিয়নরা। আর ২ মার্চ একই ভেন্যুতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে টাইগ্রেসদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।

এদিকে বিশ্বকাপের জন্য শনিবার (১ ফেব্রুয়ারি) ১৫ সদস্যের দল ঘোষণা বরেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিবিসি।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল: সালমা খাতুন (অধি), রুমানা আহমেদ (সহ: অধি), জাহানারা আলম, শামিমা সুলতানা, মুর্শিদা খাতুন হ্যাপি, আয়েশা রহমান শুকতরা, নিগার সুলতানা জ্যোতি, সানজিদা ইসলাম, খাদিজা-তুল-কুবরা, পান্না ঘোষ, ফারজানা হক পিংকি, নাহিদা আক্তার, ফাহিমা খাতুন, মোসা: রিতু মনি ও সোবহানা মোসতারি।

অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ নারী ক্রিকেট দল

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর