Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাউথ জোনের হয়ে নাফিস-শামসুরের জোড়া শতক


২ ফেব্রুয়ারি ২০২০ ১৪:১৫

ঢাকার মিরপুরের তামিমের রেকর্ড গড়া ট্রিপল সেঞ্চুরির পর চট্টগ্রামে জোড়া শতক হাঁকিয়েছেন শাহরিয়ার নাফিস এবং শামসুর রহমান। সাউথ জোনের হয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শতক তুলে নিয়েছেন এই দুই ব্যাটসম্যান।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই আঘাত পেয়ে মাঠ ছাড়েন আনামুল হক বিজয়। এরপর উইকেটে আসেন প্রথম ইনিংসে শতক হাঁকানো ফজলে মাহমুদ। তবে ব্যক্তিগত ২রানে তাসকিনের শিকার হয়ে ফিরে যান তিনিও।

বিজ্ঞাপন

এরপর শামসুর রহমানকে সঙ্গে নিয়ে জুটি গড়েন অভিজ্ঞ শাহরিয়ার নাফিস। দুইজন মিলে গড়েন অপ্রতিরোধ্য ২শত রানের জুটি। আর এর মধ্যেই শতক তুলে নেন এই দুই ক্রিকেটার।

ব্যক্তিগত ২২০তম বলে নিজের শতক পূর্ণ করেন শামসুর রহমান। এটি তার প্রথম শ্রেণির ক্রিকেটে ১৯তম শতক। এর কিছুক্ষণ আগে প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের ১৬তম বলে শতক পূর্ণ করেন শাহরিয়ার নাফিসও। শতক হাঁকাতে নাফিস খেলেন ২৩৭ বল।

শতকের গড়ার পথে শাহরিয়ার নাফিস ১০টি বাউন্ডারি আর শামসুর রহমান মেরেছেন ৯টি বাউন্ডারি। এই রিপোর্ট লেখা অবধি সাউথ জোনের দলীয় সংগ্রহ ১ উইকেট হারিয়ে ২১৭ রান। নর্থ জোনের থেকে দ্বিতীয় ইনিংসে এগিয়ে আছে ২৭২ রানে।

অষ্টম আসর বাংলাদেশ ক্রিকেট লিগ বিসিএল শতক শামসুর রহমান শাহরিয়ার নাফিস সাউথ জোন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর