Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তামিমের ট্রিপলের অপেক্ষায় মুমিনুল


১ ফেব্রুয়ারি ২০২০ ১৮:২৩ | আপডেট: ২ ফেব্রুয়ারি ২০২০ ১২:৩৩

ইস্ট জোনের হয়ে ব্যাটিংয়ের সময় মুমিনুলের চোখের সামনেই শতক হাঁকিয়ে ডাবল ছুঁয়েছেন তামিম ইকবাল। ক্রিজের অপর প্রান্তে থেকে সতীর্থ মুমিনুল তা অপোলক দেখেছেন। সেন্ট্রাল জোনের বিপক্ষে প্রথম শ্রেণির ক্রিকেটে ২১তম সেঞ্চুরি তুলে নিয়ে মুমিনুল ফিরে গেছেন ১১১ রানেই। কিন্তু তামিম অপরাজিত আছেন ২২২ রানে। তাই এখন তিনি তামিমের ত্রিপল সেঞ্চুরির অপেক্ষায়।

প্রথম শ্রেণির ঘরোয়া ক্রিকেটে এতদিন তামিম ইকবালের সর্বোচ্চ সংগ্রহ ছিল ১৯২ রান। আজ নিজেকে ছাড়িয়ে গেলেন ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে। ঘরোয়া ক্রিকেটে প্রথম ডাবল সেঞ্চুরিটি করে ব্যাট হাতে অপরাজিত থাকলেন বাংলাদেশ ক্রিকেট লিগের প্রথম ম্যাচের দ্বিতীয় দিনের শেষ ওভারের শেষ বলটি পর্যন্ত। তাতে তার ব্যক্তিগত সংগ্রহ গিয়ে দাঁড়িয়েছে ২২২ রান। আর তার এই ক্যারিয়ার সেরা রানে ভর করেই ২ উইকেটে ৩৯৫ রান নিয়ে হুঙ্কার ছাড়ছে ইস্ট জোন। এবার সতীর্থের ত্রিপলের অপেক্ষায় ইস্ট জোন দলপতি।

বিজ্ঞাপন

শনিবার (১ ফেব্রুয়ারি) মিরপুর-শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের খেলা শেষে মুমিনুল এই প্রত্যাশা ব্যক্ত করেন।

তামিমের ব্যাটিংকে আউটস্ট্যান্ডিং উল্লেখ করে মুমিনুল জানান, ‘যারা সামনে থেকে দেখেছে, আপনারা ছিলেন কিনা জানি না, কিন্তু আমি দেখেছি। আমি বলবো আউটস্ট্যান্ডিং। যেটা আপনার চান সেটা আমিও চাই। আমি চাই যে শেষ পর্যন্ত ব্যাট করুক। আমি যখন ইনিংস ঘোষণা করবো ততক্ষণ খেলুক। ততক্ষণ খেললে তো ৩০০ হবেই। আমি ব্যক্তিগত লক্ষ্যের দিকে যাই না। আমার দলের জন্য যখন মনে হবে যথেষ্ট রান হয়েছে, তখন দেখা যাবে।’

এদিকে বিসিএল দিয়েই সপ্তাহ বাদে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে অনুষ্ঠেয় টেস্ট সিরিজের প্রস্তুতি দেখেছেন প্রিন্স অব কক্সবাজার।

বিজ্ঞাপন

‘টেস্ট সিরিজের আগে যে কোন টুর্নামেন্টে একটা বড় ইনিংস খেলতে পারলে যে কোন সময়ই কাজে দেয়। উইকেটে ছিলাম, অনেক বল খেলেছি, দুই-তিন সেশন খেলেছি। অবশ্যই জিনিসটা কাজে আসবে। অনেক কিছুই শেখার আছে। অভ্যাসের একটা ব্যাপার আছে। সব দিক চিন্তা করলে ইতিবাচকভাবেই দেখছি।’

প্রসঙ্গত, বাংলাদেশ ক্রিকেট লিগের ২০১৯-২০২০ মৌসুমের প্রথম ম্যাচের প্রথম ইনিংসে ওয়াল্টন সেন্ট্রাল জোনের চাইতে ১৮২ রানে এগিয়ে ইসলামি ব্যাংক ইস্ট জোন। দ্বিতীয় দিন শেষে দলটির সংগ্রহ ২ উইকেটে ৩৯৫ রান। প্রথম ইনিংসে সেন্ট্রাল জোনের সংগ্রহ ২১৩ রান।

ডবল সেঞ্চুরি তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট লিগ

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর