পাকিস্তান সফরের আগে দুর্দান্ত শতক মুমিনুলের
১ ফেব্রুয়ারি ২০২০ ১৫:২১ | আপডেট: ১ ফেব্রুয়ারি ২০২০ ১৫:৩৯
বাংলাদেশ ক্রিকেট লিগের প্রথম ম্যাচের দ্বিতীয় দিনে মধ্যাহ্ন বিরতির পর প্রায় এক বছর পর শতকের দেখা পান ইস্ট জোনের ওপেনার তামিম ইকবাল। তামিমের সঙ্গে যেন পাল্লা দিয়ে শতকের দিকে ব্যাট ছুটান মুমিনুল হকও। আর চা বিরতির পর তুলে নেন শ্রেণির ক্যারিয়ারের ২১তম শতক।
পাকিস্তান সফরের আগে শতক তুলে নিয়ে নিজেকে ঝালিয়ে নিলেন টাইগারদের টেস্ট দলের অধিনায়ক। বিসিএলে সেন্ট্রাল জোনের বিপক্ষে প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের ২১তম শতকটি হাঁকান তিনি। শেষ পর্যন্ত শতক তুলে নিতে মুমিনুল খেলেন ১৮০ বল।
শনিবার (১ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ইনিংসে সেন্ট্রাল জোনের ২১৩ রানের বিপরীতে তামিম ব্যাটিংয়ে এসেছিলেন পিনাক ঘোষকে নিয়ে। পিনাক অবশ্য ফিরে গেছেন দ্বিতীয় দিনের মধ্যাহ্ন বিরতির আগেই। ব্যক্তিগত ২৬ রানে শুভাগত হোমের বলে। তবে তামিম থামেননি। তুলে নিয়েছেন ব্যক্তিগত ১৬ তম শতক। সেই সাথে ব্যাট চালাচ্ছেল ডবল সেঞ্চুরির দিকে।
এই রিপোর্ট লেখা অবধি সেন্ট্রাল জোনের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ৩৩৮ রান। উইকেটে আছেন, তামিম ইকবাল (২০৩) এবং মুনিনুল হক (১০০)।