Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশের বিপক্ষে টেস্ট দল ঘোষণা পাকিস্তানের


১ ফেব্রুয়ারি ২০২০ ১৩:২৩

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ এবারে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি। বহুল আলোচিত এই টেস্ট সিরিজকে সামনে রেখে নিজেদের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক এবং প্রধান কোচ মিসবাহ-উল-হক বাংলাদেশের বিপক্ষের সিরিজের জন্য আজহার আলীকে অধিনায়ক রেখে ১৬ জনের দল ঘোষণা করেছে পিসিবি।

বিজ্ঞাপন

নতুন ঘোষিত দলে ফিরেছেন অফ স্পিনার বিলাল আসিফ। বাংলাদেশের বাঁহাতি ব্যাটসম্যানের সংখ্যা বেশি হওয়ায় এই অফস্পিনারকে দলে সুযোগ দিয়েছে পিসিবি। এছাড়া প্রথমবারের মতো পাকিস্তানের টেস্ট দলে ডাক পেয়েছেন পেস বোলিং অল রাউন্ডার ফাহিম আশরাফ।

পাকিস্তান টেস্ট দল: আজহার আলী (অধিনায়ক), আবিদ আলী, ইমাম-উল-হক, শান মাসুদ, ফাওয়াদ আলম, বাবর আজম, আসাদ শফিক, হ্যারিস সোহেল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ইয়াসির শাহ্‌, ইমরান খান, মোহাম্মদ আব্বাস, শাহিন শাহ্‌ আফ্রিদি, বিলাল আসিফ, নাসিম শাহ এবং ফাহিম আশরাফ।

আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ টেস্ট সিরিজ দল ঘোষণা পাকিস্তান সফর বাংলাদেশ বনাম পাকিস্তান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর