কোপা দেল রে’তে বার্সা-অ্যাতলেটিক, রিয়াল-সোসিয়েদাদ মুখোমুখি
৩১ জানুয়ারি ২০২০ ১৯:০৩ | আপডেট: ৩১ জানুয়ারি ২০২০ ১৯:০৫
কোপা দেল রে’র কোয়ার্টার ফাইনালের ড্র অনুষ্ঠিত হয়েছে। শেষ আটের লড়াইয়ে বার্সেলোনা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে অ্যাতলেটিক ক্লাব বিলবাও। আর রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ রিয়াল সোসিয়েদাদ।
নতুন নিয়ম অনুযায়ী কোপা দেল রে আয়োজিত হচ্ছে এক লেগে। এই মৌসুমের আগে কোপা দেল রে’র ফাইনাল ছাড়া বাকী পর্বগুলো আয়োজিত হতো দুই ম্যাচ করে। তবে চলতি মৌসুমে নতুন নিয়ম করে এক ম্যাচ করে খেলার নিয়ম করা হয়।
চলতি মৌসুমে কোপা দেল রে’র ম্যাচে শেষ-১৬’তে রিয়াল জারাগোজাকে ৪-০ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ। আর বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) লেগানেসকে ৫-০ গোলে বিধ্বস্ত করে কোয়ার্টারের টিকিট নিশ্চিত করে বার্সা।
কোয়ার্টার ফাইনালে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যু’তে রিয়াল সোসিয়েদাদকে আতিথ্য দেবে রিয়াল মাদ্রিদ। আর গেল বারের রানার আপ বার্সেলোনা ঘরের মাঠ ন্যু ক্যাম্পে খেলবে অ্যাতলেটিক ক্লাব বিলবাও’য়ের বিপক্ষে।