বিসিএলের প্রথম দিনটি তাইজুল-শফিউলের
৩১ জানুয়ারি ২০২০ ১৮:৪৪ | আপডেট: ৩১ জানুয়ারি ২০২০ ১৯:০২
শুক্রবার (৩১ জানুয়ারি) মিরপুর শের-ই-বাংলা এবং চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চার দলের বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) অষ্টম আসর মাঠে গড়ায়। উদ্বোধনী ম্যাচে ঢাকায় মুখোমুখি ইস্ট এবং সেন্ট্রাল জোন, অন্যদিকে চট্টগ্রামে মাঠে নামে সাউথ ও নর্থ জোন। প্রথম দিনে জাতীয় দলের দুই বোলার তাইজুল ইসলাম এবং শফিউল ইসলাম সব আলো নিজেদের দিকেই কেড়ে নিয়েছেন। তবে তার আগে সাউথ জোনের ব্যাটসম্যান ফযলে মাহমুদ তুলে নেন দুর্দান্ত শতক।
মিরপুরে বল হাতে ঘূর্ণিঝড় তুলেছিলেন তাইজুল ইসলাম। বল হাতে ২২ ওভারে মাত্র ৫৮ রানের বিনিময়ে তুলে নিয়েছেন ৫টি উইকেট। ইস্ট জোনের হয়ে এদিন ৮টি মেইডেন ওভারও দিয়েছেন তিনি। তবে প্রথম দিনে কেবল তাইজুল ইসলাম একাই পাঁচ উইকেট শিকারি নন। তার সঙ্গে চট্টগ্রামে সাউথ জোনের হয়ে তোপ ছুঁড়েছেন শফিউল ইসলাম। দ্বিতীয় ইনিংসে বল করতে নেমে প্রথম ওভারেই নর্থ জোনের চার ব্যাটসম্যানকে সাজঘরের পথ দেখান তিনি।
বোলিং ইনিংসের প্রথম ওভারেই শফিউল ধ্বসিয়ে দেন নর্থ জোনের ব্যাটিং অর্ডার। উদ্বোধনী ওভারের প্রথম বলেই লিটন দাসকে (০) এলবিডাব্লিউ’র শিকার বানান। এরপর জুনায়েদ সিদ্দিকি উইকেটে এসে নেন দুই রান। তবে এরপরের বলেই জুনায়েদ সিদ্দিকিকে (২) ক্লিন বোল্ড করে ফেরান প্যাভিলিয়নে। নর্থ জোনের স্কোরবোর্ডে তখন ২ রান আর প্যাভিলিয়নে ফিরে গেছেন দুই ব্যাটসম্যানও। এমন অবস্থায় উইকেটে আসেন মিজানুর রহমান, তবে প্রথম বলেই মিজানুরকেও (০) ক্লিন বোল্ড করে ফেরত পাঠান শফিউল।
সামনে হ্যাটট্রিকের সম্ভবনা! শফিউলের সামনে উইকেটে তখন অভিজ্ঞ নাইম ইসলাম। শফিউলের ছোড়া বল ব্যাটে লাগিয়ে নিলেন দুই রান। আবারও শফিউলকে মোকাবিলা করবেন নাইম। এবার ২ রান করা নাইমকে সরাসরি বোল্ড করলেন তিনি। আর দিনের শেষ পর্যন্ত ৬ ওভারে ৩০ রানের বিনিময়ে তুলে নেন ৫টি উইকেট।
এর আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৬৪ বলে ১২৫ রানের ঝকঝকে এন ইনিংস খেলেন ফযলে মাহমুদ। তবে বাকিরা সঙ্গ দিতে ব্যর্থ হলে ২৬২ রানে থামে সাউথ জোনের ব্যাটিং ইনিংস। ফযলে মাহমুদের ১২৫ ছাড়া ব্যক্তিগত সর্বোচ্চ রান আসে মাহমুদুল্লাহ রিয়াদ (৩১) এবং শামসুর রহমান (২৬)। আর তাতেই শেষ পর্যন্ত ২৬২ রানে থামে সাউথ জোনের ব্যাটিং ইনিংস।
বল হাতে নর্থ জোনের হয়ে ১৯.৪ ওভারে ৬৭ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন। আর দু’টি করে উইকেট নেন তাসকিন আহমেদ, এবাদত হোসেন এবং আরিফুল ইসলাম।
সাউথ জোনের ২৬২ রানের বিপরীতে নর্থ জোন ব্যাট করতে নেমে শফিউলের বোলিং তোপে প্রথম দিন শেষে ৫ উইকেটের বিনিময়ে ৬৫ রান তুললে দিনের খেলা শেষ ঘোষণা করা হয়। নর্থ জোনের হয়ে উইকেটে আছেন রনি তালুকদার (২৬) এবং তানবির হায়দার (০)।
অন্যদিকে, মিরপুরে আগে ব্যাট করতে নেমে সাইফ হাসানের ব্যাটিং দৃঢ়তায় ২১৩ রানে থামে সেন্ট্রাল জোনের ব্যাটিং ইনিংস। তবে ব্যাট হাতে নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিঠুনরা ব্যর্থ হয়। দলের হয়ে সর্বোচ্চ রান আসে সাইফ হাসানের ব্যাট থেকে। তিনি ২১৪ বলে ৫৮ রানের ইনিংস খেলেন। আর দলের দ্বিতীয় সর্বোচ্চ রান আসে তাইবুর রহমানের ব্যাট থেকে। তিনি করেন ৪৬ রান। এছাড়া সৌম্য সরকার করেন ৩৬ আর সৌরাওর্দি শুভর ব্যাট থেকে আসে ৩১ রান।
সেন্ট্রাল জোনের হয়ে ৫টি উইকেট নেন তাইজুল ইসলাম, আর দু’টি করে উইকেট তুলে নেন আবু জায়েদ রাহী এবং নাইম হাসান। জবাবে ব্যাট করতে নেমে ২ বলে কোনো রান তোলার আগেই প্রথম দিনের খেলা শেষ হয়।
অষ্টম আসর তাইজুল ইসলাম বাংলাদেশ ক্রিকেট লিগ বিসিএল শফিউল ইসলাম