আবারও সুপার ওভারে নিউজিল্যান্ডকে হারাল ভারত
৩১ জানুয়ারি ২০২০ ১৭:১১ | আপডেট: ৩১ জানুয়ারি ২০২০ ১৭:২৩
নিউজিল্যান্ড সফরে চার ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের ৪র্থ ম্যাচে মুখোমুখি হয় ভারত। এর আগে সিরিজের প্রথম তিনটি ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে সফরকারী ভারত। চতুর্থ ম্যাচ নাটকীয় ভাবে সমতায় শেষ হলে ম্যাচ গড়ায় সুপার ওভারে। শেষ পর্যন্ত ভারত ম্যাচটি জিতে নেয়।
এর আগে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচেরও নিষ্পত্তি হয়েছিল সুপার ওভারে। আর তাতেই সিরিজ নিশ্চিত করেছিল বিরাট কোহলির দল। আর সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে ওয়েলিংটনে মাঠে নামে দুই দল।
আগে ব্যাট করে কিউইদের ১৬৬ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় ভারত। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৫ রানে থামে নিউজিল্যান্ডের ইনিংস। আর তাতেই সমতায় শেষ হয় চতুর্থ ম্যাচটিও। আর ম্যাচ গড়ায় সুপার ওভারে।
সুপার ওভারে আগে ব্যাট করে ১৩ রান তোলে ব্ল্যাক ক্যাপস। জবাবে ব্যাট করতে নেমে লোকেশ রাহুল ৩ বলে ১০ রান করে ফেরেন প্যাভিলিয়নে। এরপরের দুই বলে ৬ রান নিয়ে ম্যাচ জেতান বিরাট কোহলি। আর তাতেই ঘরের মাঠে ধবল ধোলাইয়ের আরও কাছে চলে গেল নিউজিল্যান্ড।