বড় জয়ে সেমিতে টাইগার যুবারা
৩০ জানুয়ারি ২০২০ ২১:০৭ | আপডেট: ৩০ জানুয়ারি ২০২০ ২৩:০৩
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ১০৪ রানে হারিয়ে দ্বিতীয়বারের মতো সেমিফাইনালে বাংলাদেশ। বাংলাদেশের দেয়া ২৬২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সবগুলো উইকেটের খরচায় ১৫৭ রানেই থামে প্রোটিয়া যুবাদের রানের চাকা।
টসে হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের যুবারা শুরুতেই শুভ সূচনা করে। উদ্বোধনী জুটিতেই আসে ৬০ রান। ১৩ তম ওভারে পারভেজ হোসেন ইমন এলবিডব্লিউ-এর ফাঁদে পড়ে মাঠ ছাড়লে ভাঙে এই জুটি।
দ্রুত উইকেট বিলিয়ে দেন জয়ও। কিন্তু উইকেট কামড়ে ধরে বসে থাকেন তানজিদ হাসান তামিম। তৌহিদ হৃদয়কে সঙ্গে নিয়ে সচল রাখেন রানের চাকা।
তামিমের ৮০, হৃদয়ের ৫১ এবং শাহাদাত হোসাইনের অপরাজিত ৭৪ রানে ভর করে ৫ উইকেটের খরচায় ২৬১ রান তোলে টাইগার যুবারা।
২৬২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩৪ রানে প্রথম উইকেট হারায় স্বাগতিকরা। এরপর রাকিবুল এবং সাকিবের বোলিং তোপে চলতে থাকে নিয়মিত উইকেট পতন। শেষতক প্রোটিয়েদের ইনিংস থামে ১৫৭ রানে। সেই সাথে টাইগার যুবারা পায় ১০৪ রানের বড় জয়।
বাংলাদেশের হয়ে ১৯ রানে ৫ উইকেট নেন রাকিবুল হাসান। আর স্বাগতিকদের শিবির থেকে সর্বোচ্চ ৬০ রান আসে লুক বিউফোর্টের ব্যাট থেকে।
এই জয়ে দ্বিতীয়বারের মতো যুব বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করলো বাংলাদেশ।