Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মার্সেলোর ৫শত’র রাতে রিয়ালের বড় জয়


৩০ জানুয়ারি ২০২০ ০৪:৫২

কোপা দেল রে’র রাউন্ড অব-১৬’তে রিয়াল জারাগোজাকে ৪-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদ। চার ভিন্ন ভিন্ন গোলদাতার গোলে বড় জয় ছিনিয়ে নেয় রিয়াল মাদ্রিদ। রিয়ালের হয়ে গোল করেছেন রাফায়েল ভারান, লুকাস ভাস্কেজ, ভিনিসিয়াস জুনিয়র এবং করিম বেনজেমা।

লুকা মদ্রিচ, কার্লোস ক্যাসেমিরো, থিবো কোর্তোয়াদের মতো তারকাদের বিশ্রামে রেখেই কোপার কোয়ার্টার ফাইনালের লক্ষ্যে খেলতে নামে রিয়াল। আর এই ম্যাচ দিয়ে আবারো স্কোয়াডে ফিরেছেন মার্সেলো। এই ব্রাজিলিয়ানের জন্য জারাগোজার বিপক্ষের ম্যাচটি ছিলো ইতিহাসের। এই ম্যাচ দিয়েই রিয়ালের জার্সিতে নিজের ৫০০তম ম্যাচ খেললেন তিনি।

বিজ্ঞাপন

মার্সেলোর আগে রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে কেবল একজন বিদেশি ফুটবলারের ৫শত ম্যাচ খেলার রেকর্ড ছিল। স্বদেশী কিংবদন্তি রবার্তো কার্লোস বিদেশি ফুটবলারদের মধ্যে রিয়ালের জার্সিতে সর্বোচ্চ সংখ্যক ম্যাচ খেলেছেন। আর কার্লোসের পর দ্বিতীয় ব্রাজিলিয়ান হিসেবে এই কীর্তি গড়লেন মার্সেলো।

স্প্যানিশ লা লিগায় অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষের মহাগুরুত্বপূর্ণ ম্যাচটিকে সামনে রেখে নিয়মিত একাদশ থেকে থিবো কোর্তোয়া, লুকা মদ্রিচ, কার্লোস ক্যাসেমিরো, রদ্রিগো, ইস্কো এবং করিম বেনজেমাকে বিশ্রাম দেন জিনেদিন জিদান। তবে অধিনায়কের আর্মব্যান্ড পরে মাঠে নামেন সার্জিও রামোস।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে জিদানের রিয়াল। তাই তো গোলের দেখা পেতেও অপেক্ষা করতে হয়নি খুব বেশি সময়। ম্যাচের ৬ষ্ঠ মিনিটেই টনি ক্রুসের অ্যাসিস্ট থেকে প্রথম গোল করেন রাফায়েল ভারান। এরপর জারাগোজা বেশ কয়েকটি আক্রমণ করলেও রামোস-ভারানের দেওয়ালে ভাঙন ধরাতে পারেনি।

বিজ্ঞাপন

উল্টো ম্যাচের ৩২তম মিনিটে টনি ক্রুসের দ্বিতীয় অ্যাসিস্ট থেকে ব্যবধান দ্বিগুণ করেন লুকাস ভাস্কেজ। প্রথমার্ধে আরও বেশ কিছু সুযোগ তৈরি করে রিয়াল মাদ্রিদ। তবে ২-০’তে এগিয়ে থেকেই বিরতিতে যেতে হয় লস ব্ল্যাঙ্কোসদের। বিরতি থেকে ফিরে গোলের ক্ষুধা যেন আরও বেড়ে যায় গ্যালাক্টিকোদের। তবে তৃতীয় গোলের জন্য অপেক্ষা করতে হয় ম্যাচের ৭২ মিনিট পর্যন্ত।

কলম্বিয়ান তারকা হামেস রদ্রিগেজের দারুণ এক অ্যাসিস্ট থেকে ভিনিসিয়াস জুনিয়র গোল করে দলকে ৩-০’তে এগিয়ে নেন। তবে তখনও শেষ হয়নি রিয়ালের গোলের স্রোত। একের পর এক আক্রমণের যেন ছিঁড়েখুঁড়ে ফেলছিলো জারাগোজার রক্ষণভাগ। শেষ পর্যন্ত ম্যাচের ৮০ মিনিটে দলের হয়ে চতুর্থ গোল করেন করিম বেনজেমা। এবার গোলের যোগানদাতা ফুলব্যাক ড্যানিয়েল কার্ভাহাল।

আর তাতেই বড় জয় নিশ্চিত রিয়ালের। এই জয়ে কোপা দেল রে’র কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়েছে লস ব্ল্যাঙ্কসদের।

কোপা দেল রে কোয়ার্টার ফাইনাল মার্সেলো রিয়াল মাদ্রিদ বনাম রিয়াল সোসিয়েদাদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর