Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারী দলের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা; ফিরেছেন রুমানা


২৯ জানুয়ারি ২০২০ ১৯:১৯

ঢাকা: আগামী ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ সামনে রেখে ১৫ সদস্যের বাংলাদেশ নারী ক্রিকেট দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। স্কোয়াডে কোন চমক নেই। তবে ভাল খবর হলো ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন দেশ সেরা অলরাউন্ডার রুমানা আহমেদ।

১৫ সদস্যের বাংলাদেশ আছেন: সালমা খাতুন (অধি), রুমনা আহমেদ (সহ অধি), জাহানারা আলম, শামিমা সুলতানা, মুর্শদা খাতুন হ্যাপি, আয়েশা রহমান শুকতরা, নিগার সুলতানা জ্যোতি, সানজিদা ইসলাম, খাদিজা-তুল-কুবরা, পান্না ঘোষ, ফারজানা হক পিংকি, নাহিদা আক্তার, ফাহিমা খাতুন, মোসা. রিতু মনি ও সোবহানা মোসতারি।

বিজ্ঞাপন

স্ট্যান্ড বাই: শায়লা শারমিন, সুরাইয়া আজমিম, লতা মন্ডল, পূজা চক্রবর্তী ও রাবেয়া।

আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপে ‘এ’ গ্রুপে থাকা বাংলাদেশের প্রতিপক্ষ; অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও ভারত।

২৪ ফেব্রুয়ারি পার্থে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপ মিশন শুরু করবে সালমা, রুমানারা। ২৭ ফেব্রুয়ারি ক্যানবেরার মানুকা ওভালে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।

২৯ ফ্রব্রুয়ারি মেলবোর্নের জাংশন ওভালে নিউ জিল্যান্ডের মোকাবেলা করবে এশিয়া চ্যাম্পিয়নরা। আর ২ মাচ, একই ভেন্যুতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে টাইগ্রেসদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।

বিশ্বকাপে অংশ নিতে ২ ফেব্রুয়ারি সন্ধ্যায় অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

ক্রিকেট বিশ্বকাপ নারী ক্রিকেট দল বাংলাদেশ রুমানা আহমেদ সালমা খাতুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর