বিসিএল হচ্ছে এতেই খুশি এনামুল জুনিয়র
২৮ জানুয়ারি ২০২০ ১৯:৪৭ | আপডেট: ২৮ জানুয়ারি ২০২০ ১৯:৫২
বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) গেল ৭ আসরের খেলা হয়েছে ডাবল লিগ পদ্ধতিতে। অংশগ্রহণকারী দলগুলো পেয়েছে ৬টি করে ম্যাচ। টুর্নামেন্টের প্রস্তুতিটাও হয়েছে বেশ আঁটসাঁট। লম্বা সময় প্রস্তুতিতে মাঠের লড়াইটাও জমে উঠেছে।
কিন্তু অষ্টম আসরে এসে ম্যাচ কমে গেছে অর্ধেক। এই মৌসুম থেকে দলগুলো সিঙ্গেল লিগ পদ্ধতিতে খেলবে ৩টি করে ম্যাচ।
তাছাড়া টুর্নামেন্টের প্রস্তুতিটাও তেমন হয়নি। মাত্র দুই দিন আগে থেকে দলগুলো নিজেদের প্রস্তুতি নিতে শুরু করেছে। এতে করে খেলোয়াড়দের মধ্যে ক্ষোভ থাকাটাই স্বাভাবিক। কিন্তু বিসিবি নর্থ জোনের বাঁহাতি স্পিনার এনামুল হক জুনিয়রের মধ্যে তা একেবারেই নেই। বরং বিসিএল শুরু হচ্ছে এতেই তিনি খুশি।
অবশ্য এটা ভাবার কারণ নেই যে ম্যাচ খেললে ম্যাচ ফি মিলবে তাই তিনি খুশি। এনামুল হক খুশি হয়েছেন এই কারণে যে চলতি বছরেই বাংলাদেশ টেস্ট চ্যাম্পিয়নশিপের যুগে প্রবেশ করেছে যার প্রস্তুতিটা এই বিসিএল দিয়েই হবে।
৩১ জানুয়ারি থেকে দেশের ৪ ভেন্যুতে অনুষ্ঠিতব্য বিসিএলকে সামনে রেখে মঙ্গলবার (২৮ জানুয়ারি) মিরপুর জাতীয় ক্রিকেট একাডেমিতে প্রস্তুতি শুরু করেছে বিসিবি নর্থ জোন। প্রস্তুতি শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন এনামুল।
তিনি বলেন, ‘প্রস্তুতি পর্যাপ্ত যদি নাও হয়, লাল বল শুরু হচ্ছে এটা আমাদের ক্রিকেটের জন্য ভাল খবর। কারণ এই বছরটায় আমরা অনেকগুলো টেস্ট ম্যাচ খেলব, টেস্ট চ্যাম্পিয়নশিপে আমরা আছি। তারপরেও বলবো যে এটা যে শুরু হয়েছে, আমাদের জন্য খুবই ভাল খবর ’
‘হয়ত আমাদের মৌসুমটা ছোট এবং অনেক সময় সময়টাও কাজে লাগাতে পারি না। আমি বলব যে ৬টা ম্যাচ হলে অবশ্যই আমাদের প্লেয়ারদের জন্য ভাল হত। যেটা হয়নি সেট চিন্তা করে লাভ নেই। এই তিনটা ম্যাচ যেন আমরা ভাল করে খেলতে পারি এবং অন্যান্যরা তাদের মেধানুযায়ী খেলতে পারে সেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য ভাল হবে।’
এনামুল জুনিয়র বিশ্বাস করেন জাতীয় দলের সদস্যরা লাল বলে ভাল খেললে অন্যান্য ফরমেটগুলোও তাদের জন্য সহজতর হয়ে উঠবে।
‘আমরা যদি লাল বলের ক্রিকেটটা ভাল করে খেলি অবশ্যই আমাদের অন্য ফরমেটগুলো ভাল হবে। লাল বলের ক্রিকেটটা যদি গুরুত্ব দেই অবশ্যই ভাল হবে।’
৩১ জানুয়ারি (শুক্রবার) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মৌসুমের প্রথম ম্যাচে বিসিবি সাউথ জোনের মুখোমুখি হবে বিসিবি নর্থ জোন।