Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ফিরছে চট্ট আবাহনী, ঢাকায় আরামবাগ, কুমিল্লায় মোহামেডান


২৮ জানুয়ারি ২০২০ ১৯:২৩

ঢাকা: লিগ পেছালেও চূড়ান্ত হয়ে গেছে ১৩ ক্লাবের ভেন্যু। শেখ কামাল আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে চট্টগ্রাম আবাহনী দেখিয়েছে ভেন্যু হিসেবে এমএ আজিজ স্টেডিয়ামের জনপ্রিয়তা আছে। অবশেষে ভেন্যু হিসেবে বন্দরেই ফিরছে চট্টগ্রাম আবাহনী। এদিকে ময়মনসিংহ থেকে ঢাকায় ফিরছে আরামবাগ ক্রীড়া সংঘ। অন্যদিকে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের নতুন ভেন্যু কুমিল্লা।

গত প্রিমিয়ার লিগে ঢাকার বাইরে ভেন্যু ছিল সিংহভাগ ক্লাবের। ১৩ ক্লাবের মধ্যে ৭টির হোমভেন্যু ছিল বাইরে। এবার বঙ্গবন্ধু স্টেডিয়াম ভেন্যু হিসেবে বাড়ছে একটি। ৭ ক্লাবের হোমভেন্যু ঢাকা, বাইরে খেলবে ৬টি ক্লাব।

বিজ্ঞাপন

ঢাকা আবাহনী, আরামবাগ ক্রীড়া সংঘ, শেখ জামাল ধানমন্ডি ক্লাব, রহমতগঞ্জ এমএফএস, ব্রাদার্স ইউনিয়ন, বাংলাদেশ পুলিশ, উত্তর বারিধারা ক্লাব বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামকে হোম ভেন্যু করেছে।

গতবারের মতো এবারও নীলফামারী শেখ কামাল স্টেডিয়ামকে হোমভেন্যু করেছে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস, সিলেট জেলা স্টেডিয়াম নিয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র, ময়মনসিংহ স্টেডিয়াম নিয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব, গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়াম নিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র।

এবার বন্দরে ফিরছে চট্টগ্রাম আবাহনী। এমএ আজিজ স্টেডিয়ামকে হোম ভেন্যু হিসেবে পেয়েছে তারা। অন্যদিকে ময়মনসিংহ থেকে ঢাকায় ফিরেছে আরামবাগ ক্রীড়া সংঘ। নবাগত বাংলাদেশ পুলিশ ও উত্তরা বারিধারা ঢাকাতেই থাকছে। আর কুমিল্লাকে হোম ভেন্যু হিসেবে পেয়েছে মোহামেডান।

এবারও লিগ পেছাচ্ছে। সাত মাস বিপিএল মাঠে গড়াচ্ছে না। নির্দিষ্ট সময়ে লিগ শুরু করতে না পারার কারণ কি জানতে চাইলে পেশাদার ফুটবল লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী বলেন, ‘কিছু কিছু ক্লাব বলেছে লিগ পেছাতে। ক্লাবদের সুবিধা-অসুবিধা মাথায় রেখে পেছাতে পারে। কিছু ক্লাবের আন্তর্জাতিক ম্যাচও আছে।’

বিজ্ঞাপন

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ভেন্যু

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর