শ্বাসরুদ্ধকর ম্যাচে টেনিসকে হারিয়ে সেমিতে ফেদেরার
২৮ জানুয়ারি ২০২০ ১৮:৩৩ | আপডেট: ২৮ জানুয়ারি ২০২০ ১৯:২৪
অবাক হচ্ছেন? যেই টেনিসের কারণে হয়েছেন বিখ্যাত সেই টেনিসকেই কিনা হারিয়ে দিলেন ফেদেরার! না অবাক হবার কিছু নেই। এই টেনিস সেই টেনিস না। ইনি খেলোয়াড় টেনিস, যার পুরো নাম টেনিস স্যান্ডগ্রেন।
কোয়ার্টার ফাইনালে শ্বাসরুদ্ধকর এক ম্যাচে স্যান্ডগ্রেনকে ৬-৩, ২-৬, ২-৬, ৭-৬, ৬-৩ সেটে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের সেমি ফাইনালে পৌঁছে গেছেন ফেদেরার। সেমি ফাইনালে তাঁর প্রতিপক্ষ আরেক তারকা নোভাক জোকোভিচ।
শেষ আটে টেনিসের বিপক্ষে লড়াইয়ের প্রথম সেটটি বেশ সহজভাবেই জিতেছিলেন ফেদেরার। দেখে মনেই হচ্ছিলো প্রতিপক্ষকে আনায়াসেই হারিয়ে দিবেন এই সুইস তারকা।
কিন্তু দৃশ্যপট পাল্টে যায় দ্বিতীয় সেটেই। হেরে বসেন দ্বিতীয় এবং তৃতীয় সেট। এমনকি হারতে বসেছিলেন চতুর্থ সেটও। ৭ বার ম্যাচ পয়েন্ট পেয়েও তা কাজে লাগাতে ব্যর্থ হন স্যান্ডগ্রেন। কিন্তু প্রতিবারই ফিরে এসেছিলেন ফেদেরার। একটু একটু করে এড়াচ্ছিলেন হার।
দুই সেট হেরে, চতুর্থ সেট হারতে হারতে জিতে নিয়ে এক প্রকারে ক্ষুধার্ত বাঘ হয়ে উঠেন বিশ্ব র্যাংকিংয়ে তিন নম্বরে থাকা এই তারকা খেলোয়াড়। শেষমেশ ১০-৮ ব্যবধানে টাইব্রেকে জিতে খেলাকে নিয়ে যান ৫ম সেটে।
পঞ্চম সেটে গিয়ে আবার ঘুরে দাঁড়ান তিনি। ফিরে এলেন পুরোনো রূপে। পিঠের ব্যথা অগ্রাহ্য করে জিতলেনও ৬-৩ ব্যবধানে।
সেমি ফাইনালে ফেদেরারের প্রতিপক্ষ জোকোভিচ। দিনের অপর ম্যাচে মিলোস রাওনিচকে ৬-৪, ৬-৩ এবং ৭-৬ (৭-১) সেটে হারিয়ে সেমি নিশ্চিত করেন তিনি।
অপরদিকে কোয়ার্টার ফাইনালের বাকি দুই ম্যাচে রাফায়েল নাদাল মুখোমুখি হবে ডোমিনিক থিয়েমের আর সাশা জভেরেভ মাঠে নামবেন স্ট্যানিসলাস ভাভরিঙ্কার বিপক্ষে খেলতে।
অস্ট্রেলিয়ান ওপেন প্রথম সেমি ফাইনাল ফেদেরার-জকোভিচ রজার ফেদেরার সেমি ফাইনাল