Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেটে দুই তরুণের শতক


২৭ জানুয়ারি ২০২০ ২০:১১

বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেটে ব্রাক্ষ্মণবাড়িয়ার অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় এবং বরিশালের চরবাড়িয়া উচ্চ বিদ্যালয় পৃথক ম্যাচে জয়ের দেখা পেয়েছে। অন্নদা সরকারি বিদ্যালয়ের হয়ে শতক হাঁকিয়েছেন অধিনায়ক সাকিবুল হাসান বাপ্পি এবং চরবাড়িয়া বিদ্যালয়ের হয়ে শতকের দেখা পেয়েছেন অনিক।

ব্রাক্ষণবাড়িয়ার অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়ের  ১৭৪ রানে হারিয়েছে একই জেলার আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজকে। আগে ব্যাট করে ২৭৬ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়। জবাবে মাত্র ১০১ রানি গুটিয়ে যায় রেসিডেন্সিয়ালের ইনিংস। ম্যাচ সেরার পুরষ্কার পান শতক হাঁকানো ব্যাটসম্যান সাকিবুল হাসান। সাকিবুল ব্রাক্ষণবাড়িয়া জেলা অনূর্ধ্ব-১৬ দলের সহ-অধিনায়ক, এছাড়াও গেল বছর চট্টগ্রাম বিভাগীয় অনূর্ধ্ব-১৬ দলের হয়েও খেলেছেন তিনি।

বিজ্ঞাপন

অন্যদিকে বরিশালের চরবাড়িয়া হাই স্কুলের অনিকের ১১১ রানের ইনিংসে ভর করে ২৭৬ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৭২ রানেই গুটিয়ে যায় মডেল হাই স্কুল। তাতেই ২৭২ রানের বিশাল জয় পায় চরবাড়িয়া হাই স্কুল। ম্যাচ সেরার পুরস্কার যায় জয়ী দলের অনিকের ঝুলিতে।

এছাড়াও পিরোজপুর জেলার ম্যাচে কিয়ামউদ্দিন স্কুলকে ১৩৩ রানে হারিয়েছে হুলারহাট স্কুল। মাদারীপুরের উদ্বোধনী ম্যাচে জয় পেয়েছে ইউনাইটেড ইসলামিয়া সরকারী উচ্চ বিদ্যালয়। আচমত আলী খান পাবলিক স্কুলের দেওয়া ১৪৬ রানের লক্ষ্য ৩ উইকেট হাতে রেখেই টপকে যায় ইউনাইটেড ইসলামিয়া সরকারী উচ্চ বিদ্যালয়।

২০১৫ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি’র আয়োজনে দেশীয় ক্রিকেটের বৃহৎ এ আসরের পৃষ্ঠপোষকতা করছে প্রাইম ব্যাংক লিমিটেড। এবার ৫৫৬ স্কুলের প্রায় ১২ হাজার ক্ষুদে ক্রিকেটার অংশ নিচ্ছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে এবারের আয়োজনের নামকরণ হয়েছে বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট ২০১৯-২০২০।

বিজ্ঞাপন

বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট ২০১৯-২০২০ বরিশাল মাদারীপুর শতক স্কুল ক্রিকেট

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর