রাতেই ফিরছেন মাহমুদউল্লাহরা
২৭ জানুয়ারি ২০২০ ১৮:৩১ | আপডেট: ২৭ জানুয়ারি ২০২০ ১৮:৩৫
পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষে আজ রাতেই দেশে ফিরছে টিম টাইগার। বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে লাহোর থেকে মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাত ২টা ৩০ মিনিটে ডমিঙ্গো শিষ্যদের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।
পাকিস্তান সফরে স্বাগিতকদের বিপক্ষে দুটি টি-টোয়েন্টিতেই বিবর্ণ সফরকারী বাংলাদেশ। প্রথম ম্যাচে ৫ উইকেটে হারের পর দ্বিতীয়টি উড়ে গেছে ৯ উইকেটের বড় ব্যবধানে। আর তৃতীয় ও শেষ ম্যাচটি ভেসে গেছে বৃষ্টিতে।
টি-টোয়েন্টি সিরিজ শেষে দেশে ফিরে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট ম্যাচে খেলতে ফেব্রুয়ারিতে রাওয়ালপিন্ডি যাবে টিম টাইগার্স। ম্যাচটি মাঠে গড়াবে ৭-১১ ফেব্রুয়ারি।
প্রথম টেস্ট ম্যাচ শেষে দেশে ফিরে ওয়ানডে সিরিজ খেলতে এপ্রিলে আবারো পাকিস্তান সফর করবে মুশফিকু-মাহমুদউল্লাহরা। ৪ এপ্রিল করাচিতে অনুষ্ঠিত হবে সিরিজের একমাত্র ওয়ানডে ম্যাচটি। দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচের ভেন্যুও করাচি। ৫-৯ এপ্রিল অনুষ্ঠিত হবে ম্যাচটি।
টি-টোয়েন্টি সিরিজ দেশে ফিরছে পাকিস্তান সফর বাংলাদেশ বনাম পাকিস্তান