বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশের শেষ ম্যাচ
২৭ জানুয়ারি ২০২০ ১৭:১০ | আপডেট: ২৭ জানুয়ারি ২০২০ ১৭:২৯
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে সোমবার (২৭ জানুয়ারি) ধবল ধোলাই এড়াতে পাকিস্তানের মুখোমুখি হওয়ার কথা ছিল বাংলাদেশের। বেলা ৩টায় (বাংলাদেশ সময়) ম্যাচটি শুরু হবার কথা থাকলেও বৃষ্টির কারণে পিছিয়ে যায় ম্যাচ। বৃষ্টির কারণে ম্যাচের সময় পরিবর্তন করে পাকিস্তানের সময় বিকেল সাড়ে ৪টা দেওয়া হয়। তবে মাঠ পরিদর্শন শেষে ম্যাচ রেফারিরা শেষ পর্যন্ত ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন।
তৃতীয় ম্যাচ পরিত্যক্ত হলেও সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যেই সিরিজ নিজেদের করে নিয়েছে পাকিস্তান। প্রথম ম্যাচে পাঁচ উইকেটে এবং দ্বিতীয় ম্যাচে ৯ উইকেটের ব্যবধানে বাংলাদেশকে হারায় স্বাগতিকরা।
দীর্ঘ প্রায় এক যুগ পর পাকিস্তানের মাটিতে সিরিজ খেলতে গিয়েছে বাংলাদেশ। তিন ধাপে অনুষ্ঠিতব্য এই সিরিজের প্রথম ধাপে শুক্রবার (২৪ জানুয়ারি) প্রথম টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হয়। আর দ্বিতীয় ম্যাচেও শনিবার (২৫ জানুয়ারি) একই ভেন্যুতে মুখোমুখি হয় দু’দল। সিরিজ শেষে আগামী ২৮ জানুয়ারি দেশে ফিরবে টিম বাংলাদেশ।