Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বার্সাকে টপকে শীর্ষে রিয়াল


২৭ জানুয়ারি ২০২০ ১২:১৫ | আপডেট: ২৭ জানুয়ারি ২০২০ ১২:৩২

লা লিগায় চলছে রিয়াল-বার্সার শীর্ষস্থান ছিনিয়ে নেওয়ার লড়াই। এই লড়াইয়ে দুই দলের সমান পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে ছিল বার্সেলোনা।

শনিবার (২৫ জানুয়ারি) ভ্যালেন্সিয়ার বিপক্ষে হারের পর সেই লড়াইয়ে কিছুটা পিছিয়ে গেছে বার্সেলোনা। একদিন পর রোববার (২৬ জানুয়ারি) রিয়াল ভায়ালোভিদের বিপক্ষে ১-০ গোলে জয় নিশ্চিত করে কাতালানদের শীর্ষস্থানের লড়াই থেকে এক প্রকারে ছিটকেই দিয়েছে রিয়াল মাদ্রিদ।

বিজ্ঞাপন

রিয়াল ভায়ালোভিদের মাঠে শুরু থেকেই স্বাগতিকদের চাপে রাখেন ক্রুস-ইসকোরা। তবে সেই চাপের বেশ জবাব দিচ্ছিলো স্বাগতিকরা। বারবার প্রতিহত করে দিচ্ছিলো জিদান শীষ্যদের সব আক্রমণ।

তবে ৭৮তম মিনিটে ভাঙে সেই ডেডলক। ডান দিক থেকে টনি ক্রুসের বাড়ানো ক্রসকে হেড করে গোলে পরিণত করেন রিয়ালের রক্ষণভাগের খেলোয়াড় নাচো।

এরপর পুরো ম্যাচজুড়ে আর গোলের দেখা পায়নি কোনো দলই। ফলে ১-০ ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়তে হয় লস ব্লাঙ্কোসদের।

এ  মওসুমে লা লিগায় রিয়ালের ২১তম ম্যাচ শেষে ১৩ জয় ও সাত ড্র নিয়ে দলটির পয়েন্ট ৪৬। সমান ম্যাচ খেলে দুইয়ে নেমে যাওয়া বার্সেলোনার পয়েন্ট ৪৩। এদিকে ৩৮ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে সেভিয়া।

বার্সেলোনা রিয়াল মাদ্রিদ স্প্যানিশ লা লিগা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর