নেইমারের জোড়া গোলে জয় পেল পিএসজি
২৭ জানুয়ারি ২০২০ ১১:৪৩ | আপডেট: ২৭ জানুয়ারি ২০২০ ১২:১২
নেইমারের জোড়া গোলে লিগ ওয়ানে লিলের বিপক্ষে সহজ জয় পেয়েছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। রবিবার (২৬ জানিয়ারি) লিলের মাঠ থেকে ২-০ তে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে টুখেল শিষ্যরা।
প্রতিপক্ষের মাঠে শুরু থেকেই বেশ দাপুটে ফুটবল খেলছিল পিএসজি। ম্যাচের ২৮ মিনিটেই প্রথম লিড নেয় সফরকারিরা। অ্যাঞ্জেল ডি মারিয়ার ক্রস থেকে মার্কো ভারাত্তিকে বল ক্লিয়ার করেন নেইমার। ফিরতি পাসে জোরালো শটে বলকে জালের ঠিকানা খুঁজে দেন নেইমার।
লিড নিয়ে দ্বিতীয়ার্ধে নেমেই লিলে শিবিরে দ্বিতীয় আঘাত হানেন নেইমার। ডি-বক্সে প্রতিপক্ষের এক খেলোয়াড়ের হাতে বল লাগলে পেনাল্টি পায় পিএসজি। স্পট কিক থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।
এরপর আর গোলের দেখা মিলেনি কোনো দলেরই। ২-০ গোলে জয় নিয়েই মাঠ ছাড়তে হয় পিএসজিকে।
এই জয়ে ২১ ম্যাচে ১৭ জয় ও এক ড্রয়ে ৫২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে পিএসজি। আর সপ্তম স্থানে থাকা লিলের পয়েন্ট ৩১।