জুভেন্টাসের জয়রথ থামালো নাপোলি
২৭ জানুয়ারি ২০২০ ১১:১২ | আপডেট: ২৭ জানুয়ারি ২০২০ ১১:২২
ইতালিয়ান সিরি আ’তে অবশেষে থামলো জুভেন্টাসের জয়রথ। টানা ৫ ম্যাচ জয়ের পর আকাশে উড়তে থাকা রোনালদোদের মাটিতে নামালো নাপোলি। নিজেদের মাঠে জুভেন্টাসকে ২-১ গোলে হারিয়েছে পয়েন্ট টেবিলের ১০ নম্বরে থাকা দলটি।
ঘরের মাঠে শুরু থেকেই বেশ আক্রমণাত্মক ছিল নাপোলি। পুরো ম্যাচ জুড়েই মিলছিল না রোনালদো-হিগুয়েন-দিবালাদের। তবে প্রথমার্ধ জুড়েই দেখা যাচ্ছিলো বেশ আক্রমণ পাল্টা আক্রমণ। যদিও জুভেন্টাসের গোলবারে বেশিবার আঘাত হেনেছিল নাপোলির বল। তা সত্ত্বেও বিরতির আগে গোলের দেখা পায়নি কোনো দলই।
দ্বিতীয়ার্ধে এসে ঘুরে দাঁড়াবার ইঙ্গিত পাওয়া যাচ্ছিলো সফরকারীদের শিবির থেকে। ৫৩ মিনিটে নাপোলির জালে বল জড়িয়ে বসেন ক্রিশ্চিয়ানো রোনালদো। কিন্তু সতীর্থ হিগুয়েন অফসাইডে থাকায় বাতিল করা হয় তাঁর সেই গোল।
৬২ মিনিটে সিআর সেভেন প্রতিপক্ষের গোলবার বরাবর নেন এক জোরালো শট। কিন্তু বাঁধা হয়ে দাঁড়ান নাপোলি গোলরক্ষক অ্যালেক্স ম্যারেট।
ঠিক তাঁর পরের মিনিটেই প্রথমবারের মতো লিড নেয় স্বাগতিকরা। ডি-বক্সের বাইরে থেকে ইনসিনিয়ের শট গোলরক্ষক ভয়চেখ স্ট্যাসনি ফিরিয়ে দিলেও বিপদমুক্ত করতে পারেনি। ফিরতি বল পেয়ে জালে পাঠান জিয়েলিনেস্কি।
৮৬ তম মিনিটে ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেন লরেঞ্জো ইনসিনিয়ে। ডি বক্সের ভেতর থেকে তাঁর দুর্দান্ত এক ভলিতে বল খুঁজে পায় জালের ঠিকানা।
ম্যাচের শেষ মিনিটে রগ্রিগো বেন্তানকুরের বাড়ানো বল কাছের পোস্টে পেয়ে জালে ঠেলে দিয়ে হারের ব্যবধানটা কমান রোনালদো। সেই সাথে দেখা পান চলতি লিগের ১৭ তম গোলের।
শেষতক আর গোলের দেখা না পাওয়ায় ২-১ এর হার নিয়েই মাঠ ছাড়তে হয় মাউরিসিও সারি শিষ্যদের।
২১ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে জুভেন্টাস। অপরদিকে এই জয়ে ২১ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে টবিলের ১০ নম্বরে উঠে এলো নাপোলি।