জিম্বাবুয়ে আসছে ১৫ ফেব্রুয়ারি
২৬ জানুয়ারি ২০২০ ১৪:৫৯ | আপডেট: ২৬ জানুয়ারি ২০২০ ১৭:১৮
জিম্বাবুয়ের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। সিরিজে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি টোয়েন্টি খেলবে সফরকারী জিম্বাবুয়ে।
সিরিজে অংশ নিতে ১৫ ফেব্রুয়ারি ঢাকায় এসে পৌঁছাবে রোডেশিয়ানরা। দুই দিন বিশ্রাম শেষে ১৮-১৯ ফেব্রুয়ারি একটি দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে। তবে কোন ভেন্যুতে ম্যাচটি অনুষ্ঠিত হবে তা এখনো চূড়ান্ত হয়নি।
প্রস্তুতি ম্যাচ শেষে ২২-২৬ ফেব্রুয়ারি মিরপুর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের একমাত্র টেস্টে অংশ নেবে দুই দল।
টেস্ট ম্যাচ শেষে শুরু হবে তিন ম্যাচ সিরিজের ওয়ানডে। প্রথম ম্যাচটি গড়াবে ১ মার্চ, দ্বিতীয়টি ৩ মার্চ, তৃতীয় ও শেষটি ৬ মার্চ। প্রতিটি ম্যাচই অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
ওয়ানডে ম্যাচ শেষে সিরিজ ফিরবে ঢাকায়। ৯ মার্চ মিরপুর শের ই বাংলায় অনুষ্ঠিত হবে প্রথম টি টোয়েন্টি ম্যাচটি। দ্বিতীয় ও শেষটি ১১ মার্চ।
১২ মার্চ দেশে ফিরবে জিম্বাবুয়ে।
জিম্বাবুয়ে সিরিজ টপ নিউজ বাংলাদেশ ক্রিকেট দল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)